মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

ত্রিশালে গাড়ির সাইট দেওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধকে গুরুতর আহত করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নে অটো গাড়ি সাইট দেওয়াকে কেন্দ্র করে মোবারক হোসেন নামের  এক বৃদ্ধ অটোচালক কে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে, চিকিৎসার অভাবে ভাঙ্গা হাত নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ । 

স্থানীয় লোকজন ও ভিকটিম সূত্রে জানা যায়-ঘটনার দিন গত ইং- ০৭/০৯/২০২৩ ইং তারিখ সকাল বেলা মোবারক হোসেন  ত্রিশাল থানাধীন আমিরাবাড়ী সাইনবোর্ড বাসষ্ট্যান্ড হইতে অটোগাড়ী চালিয়ে কাশিগঞ্জ বাজারে যাওয়ার সময় ত্রিশাল থানাধীন আমিরাবাড়ী নামাপাড়া বাংলালিংক টাওয়ায়ের সামনে পাকা রাস্তায় পৌঁছাইলে  মোঃ আরিফ ও তাহার অটোগাড়ী চালিয়ে বিপরীত দিক হইতে আসিয়া সেখানে রাস্তা ভাঙ্গা থাকার কারনে মোবারকের অটোগাড়ী মুখোমুখি সংঘর্ষ হয়। তখন উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি শেষে উক্ত স্থান হইতে কাশিগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা হইয়া একটু সামনে যাওয়া মাত্রই আরিফ পিছন হতে মোবারকের উদ্দেশ্য করিয়া খারাপ ভাষায় গালিগালাজ করিলে প্রতিবাদ করায় আরিফ ক্ষিপ্ত হইয়া অটোগাড়ী চালানো অবস্থায় বৃদ্ধ মোবারকের হাত ধরে টান মারিলে  অটোগাড়ীটি উল্টে যায় এবং ডান হাতটি অটোগাড়ীর নিচে পড়িয়া গুরুতর হাড়ভাঙ্গা জখম হয়। 

তখন আরিফ  হোসেন  খুন, জখমের ভয়ভীতি প্রদর্শন সহ  জানমালের ক্ষয়ক্ষতি হুমকি দিয়া ঘটনাস্থল ত্যাগ করে। অটোগাড়ীতে থাকা যাত্রী- আলী হোসেন (৬০),  শামীম (৩২) ও আহত হন। 

স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে বৃদ্ধ মোবারক কে গুরুতর জখমী অবস্থায় উদ্ধার করে তার ছেলে মোস্তফা কামালকে মোবাইল ফোনে ঘটনার বিষয়ে জানালে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। মোবারক হোসেন চিকিৎসা গ্রহন করে কিছুটা সুস্থ্য হয়ে ত্রিশাল থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

বৃদ্ধ অটোচালক মোবারক হোসেন ও তার পরিবারর, এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করেন। এ ব্যাপারে ত্রিশাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন বলেন  অভিযোগ পেয়েছি তদন্ত চলছে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

ত্রিশালে মোজাদ্দেদীয়া ফিলিং স্টেশনের মালিকানা দ্বন্ধের জেরে থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
ফিলিং স্টেশনের মালিকানা দাবীর অভিযোগ উঠেছে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাগান এলাকায় প্রতিষ্ঠিত মেসার্স মোজাদ্দেদীয়া ফিলিং স্টেশন নিয়ে দ্বন্ধের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মেসার্স মোজাদ্দেদীয়া ফিলিং স্টেশনের কাগজপত্রে প্রকৃত মালিক সোহেল রানা। কিন্তু তার বড় ভাই আব্দুল মান্নান ও তার ছেলে বদরোজ্জদা হায়দার অভি কাগজপত্র জালিয়াতি করে ওই স্টেশনটির ৪০ শতাংশ মালিকানা দাবী করে আসছে। এই বিষয়ে সোহেল রানা ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল মান্নানের ছেলে বদরোজ্জদা হায়দার অভি নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে যাচ্ছে। সোহেল রানার মালিকানাধীন ফিলিং স্টেশনটি দখলে নিতে সোহেল রানাকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। বদরোজ্জদা মেসার্স মোজাদ্দেদীয়া ফিলিং স্টেশনের নামে ভিজিটিং কার্ড তৈরি করে বিভিন্ন জায়গায় পরিচয় দিয়ে আসছে, তারা এই ফিলিং স্টেশনটির মালিক প্রচার করে বেড়াচ্ছে।
এ বিষয়ে ভুক্তভোগী সোহেল রানা বলেন, আমার বড় ভাইয়ের সাথে আমার ১৯ অক্টোবর ২০১১ সালে একটি চুক্তিপত্র হয়েছিল। ঐ চুক্তিপত্রের কয়েকদিন পরে ২৫ অক্টোবর ২০১১ সালে আরেকটি চুক্তিপত্র হয় এতে ফিলিং স্টেশনের পুরো মালিকানা আমার হয়ে যায়। পরে আমার বড় ভাই ও ভাতিজা বিভিন্ন সময় আমাকে প্রাণ নাশের হুমকি দিতে থাকে।

এ বিষয়ে আমি ত্রিশাল থানায় অভিযোগ করি। ওসি স্যার দরবার করেছে। বড় ভাইকে বলেছে তার কাগজপত্র যতটুকু আছে তা মামলা করার মত নয়। আমার কাছে কোর্টের নোটারী সার্টিফিকেট আছে। আমার ভাই যে চুক্তিপত্র দেখাচ্ছে তার কোনো নোটারিও নেই। এমনকি আমার স্বাক্ষরও নেই।

অভিযোগকারী আব্দুল মান্নান বলেন, আমার কাছে সাক্ষীসহ চুক্তিনামা আছে। স্থানীয়ভাবে সংকট নিরসনের চেষ্টা করে ব্যর্থ হই। সঠিক বিচার পেতে ত্রিশাল থানায় আমিও লিখিত অভিযোগ দায়ের করি। পুলিশ সোহেলের পক্ষ নিয়ে কাজ করছে। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন বলেন, থানায় দুই পক্ষকে ডেকে আনা হয়েছিল। বাদী ও বিবাদীর দুই পক্ষের কাগজপত্র দেখেছি। আব্দুল মান্নানের চুক্তিনামার প্রথম পাতায় কারও স্বাক্ষর ছিলনা।

এ কাগজ দিয়ে কোন মামলা রুজু বা আইনি ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নাই। আব্দুল মান্নানকে বলেছি এখানে পুলিশের করার কিছু নেই। আপনি আদালতের ধারস্থ হতে পারেন। ফিলিং স্টেশনে কোনো প্রকারের বিশৃঙ্খলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

ত্রিশালে আনন্দঘন পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
আধুনিক সভ্যতার ছোঁয়া ও কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার প্রাচীন খেলা কাবাডি বা হাডুডু। ঐতিহ্যবাহী এ খেলাটি এখন গ্রামবাংলা থেকে হারিয়ে যেতে বসেছে।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বাগান গ্রামের উদ্যোগে হাডুডু টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ আগষ্ট) বিকালে বাগান ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, ত্রিশাল পৌরসভা থেকে তিন তিনবার বিপুল ভোটে নির্বাচিত মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
ত্রিশাল ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সভাপতি আবু বক্কর সিদ্দিকের  সভাপতিত্বে ও ইউপি সদস্য জোবায়ের হোসেনের সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সোয়েল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, পৌর প্যানেল মেয়র-১ রাশিদুল হাসান বিপ্লব, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শহিদুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, পৌর মৎস জীবী লীগের আহ্বায়ক সোহাগ উদ্দীন আকন্দ প্রমুখ।
খেলায় অংশগ্রহণ করে ত্রিশাল উপজেলা কাবাডি মূল দল ও উপজেলা শ্রমিক ইউনিয়ন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, সাবেক কাবাডি খেলোয়াড় ও বর্তমান ইউপি সদস্য নজরুল ইসলাম (নজি)।

খেলার ফলাফল ত্রিশাল উপজেলা কাবাডি মূল দল-১ ও উপজেলা শ্রমিক ইউনিয়ন-১ এ ড্র হয়ে ফলাফল অমীমাংসিত।

সাহিত্য সম্মাননা পদক পেলেন কবি এস এম মাসুদ রানা

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশালের লেখক এস এম মাসুদ রানা জাতীয় লেখক ও শিল্পী পরিষদ এর সাহিত্য  সম্মাননা পদক পেয়েছেন।

শনিবার দুপুরে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়াম, শিবচর, মাদারীপুরে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় লেখক ও শিল্পী জাতীয় লেখক ও শিল্পী পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ পুরস্কার দেয়া হয়।
কবি শরীফ আব্দুর রশীদ' র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসাইন, যুগ্ম জেলা ও সেশন জজ আদালত, বগুড়া প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন 
কবি সৈয়দ মাজহারুল পারভেজ, অনুষ্ঠান উদ্ধোধন করেন বীর মুক্তিযোদ্ধা কবি আখম সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ রাজিবুল ইসলাম, শিবচর উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ আনোয়ার হোসেন, অফিসার ইনচার্জ, শিবচর থানা, হাফিজ রহমান, প্রকৌশলী, 
ইরানি বিশ্বাস, নাট্যকার, কবি, মোঃ মাহবুবুর রহমান, মোঃ তারিকুজ্জামান তুষার,  চেয়ারম্যান, নুর ফ্যাশন গার্মেন্টস, কবি মোহাম্মদ শামসুল হক বাবু, কবি শেখ নাজিম উদ্দীন আহমেদ সোহাগ প্রমূখ। 
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আঞ্জুমান জুলিয়া। 

শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

ত্রিশালে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা, দোয়া ও গণভোজ

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করেছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১০নং মঠবাড়ী ইউনিয়ন আওযামীলীগ।

শুক্রবার বিকেলে পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ শোক সভার আয়োজন করা হয়। মঠবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুদ্দিন মন্ডলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাবু গৌরঙ্গ কুমার সাহার সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোঃ শামসুদ্দিন।
প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী, সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম মন্ডল, মঠবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কদ্দুছ মন্ডল, বৈলর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন , উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির নেতা তাজুল ইসলাম সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

প্রাইভেটকারে করে ছাগল চুরি, ত্রিশালে তিন চোর আটক

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশালে প্রাইভেটকারসহ তিন ছাগল চোরকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। আটককৃতদের গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানাযায়, মঙ্গলবার সকালে উপজেলার গোপালপুর চরখিবাড়ি এলাকার নজরুল ইসলাম তার দুটি খাসি ছাগল ঈদগাহ মাঠ সংলগ্ন ঘাস খাওয়ার জন্য পাটক্ষেতের পাশে রেখে আসে। পরে দুপুরে গিয়ে তিনি দেখেন তার দুটি খাসি ছাগল তিনজন ব্যাক্তি একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ,২৩-২৩৮৬) তুলে নিয়ে চলে যাচ্ছে। তার ডাক-চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে প্রাইভেটকারটিকে বগার বাজার চৌরাস্তা এলাকায় জনতা ঘিরে ফেলে। খবর পেয়ে টহল পুলিশের এস.আই মুঞ্জুরুল হক সঙ্গীয় ফৌর্স এস. আই বিল্লাল হোসেনকে নিয়ে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বান্ডাবর গ্রামের আঃ ছালামের ছেলে পিয়াল (২০), নেত্রকোনা জেলার মদন উপজেলার বোশজানি গ্রামের মৃত টিপু মিয়ার ছেলে আরমান (১৯) ও ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামের গ্রামের আঃ রহিমের ছেলে সজিব (১৯) আটক করে এবং প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে এবং তাদের কাছ থেকে নগদ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের  বুধবার দুপুরে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। তিনি আরো জানান, প্রাথমিক ভাবে তারা স্বীকার করেছে যে মোবাইল ক্রয় এবং বিড়ানি খাওয়ার জন্য তারা খাসি দুটি চুরি করেছে।

সোমবার, ২১ আগস্ট, ২০২৩

ভালুকায় প্রিমিয়ার এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ
প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তিতে আজ  ভালুকা উপজেলার ভরাডোবা নতুন বাসস্ট্যান্ডে  ভালুকা শাখার অধীনে,  প্রিমিয়ার ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শুভ উদ্বোধন করা হয়েছে। 

বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নেক্সট প্রোডাক্ট কোম্পানি দীর্ঘদিন ধরে উদ্যোগতা তৈরি করে যাচ্ছে। 
তাদের কার্যক্রম আরো গতিশীল করতে  কোম্পানি প্রিমিয়ার ব্যাংকের  এজেন্টশীপ গ্রহন করে।

  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের শুভ উদ্বোধন করেন  ভালুকার সাংসদ আলহাজ্ব কাজীম উদ্দিন  আহমেদ ধনু।

অনুষ্ঠানে  প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেড অফ এজেন্ট ব্যাংকিং ডিভিশন আহসান উল  আলম।

নেক্সট প্রোডাক্ট কোম্পানির ম্যানেজিং  ডিরেক্টর মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদার, ভালুকা শাখা ব্যবস্থাপক ফরহাদ ইফতেখার। বিশিষ্ট আওয়ামী লীগ নেতা   ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এন এস টিআই এর চেয়ারম্যান এম বাশার,নেক্সট প্রোডাক্ট কোম্পানির আর এসএম মোফাজ্জল  হোসেন মনির।
সিনিয়র মার্কেটিং ম্যানেজার ইলিয়াস কবি,খোরশেদ আলম ও বোরহান উদ্দিন।
এসময় বিভিন্ন  রাজনৈতিক দলের নেতৃবৃন্দ  ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ত্রিশালে তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি ...