শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

ত্রিশালে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা, দোয়া ও গণভোজ

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করেছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১০নং মঠবাড়ী ইউনিয়ন আওযামীলীগ।

শুক্রবার বিকেলে পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ শোক সভার আয়োজন করা হয়। মঠবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুদ্দিন মন্ডলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাবু গৌরঙ্গ কুমার সাহার সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোঃ শামসুদ্দিন।
প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী, সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম মন্ডল, মঠবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কদ্দুছ মন্ডল, বৈলর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন , উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির নেতা তাজুল ইসলাম সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ত্রিশালে তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি ...