স্টাফ রিপোর্টারঃ
প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তিতে আজ ভালুকা উপজেলার ভরাডোবা নতুন বাসস্ট্যান্ডে ভালুকা শাখার অধীনে, প্রিমিয়ার ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শুভ উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নেক্সট প্রোডাক্ট কোম্পানি দীর্ঘদিন ধরে উদ্যোগতা তৈরি করে যাচ্ছে।
তাদের কার্যক্রম আরো গতিশীল করতে কোম্পানি প্রিমিয়ার ব্যাংকের এজেন্টশীপ গ্রহন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের শুভ উদ্বোধন করেন ভালুকার সাংসদ আলহাজ্ব কাজীম উদ্দিন আহমেদ ধনু।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেড অফ এজেন্ট ব্যাংকিং ডিভিশন আহসান উল আলম।
নেক্সট প্রোডাক্ট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদার, ভালুকা শাখা ব্যবস্থাপক ফরহাদ ইফতেখার। বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এন এস টিআই এর চেয়ারম্যান এম বাশার,নেক্সট প্রোডাক্ট কোম্পানির আর এসএম মোফাজ্জল হোসেন মনির।
সিনিয়র মার্কেটিং ম্যানেজার ইলিয়াস কবি,খোরশেদ আলম ও বোরহান উদ্দিন।
এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন