মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

ত্রিশালে গাড়ির সাইট দেওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধকে গুরুতর আহত করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নে অটো গাড়ি সাইট দেওয়াকে কেন্দ্র করে মোবারক হোসেন নামের  এক বৃদ্ধ অটোচালক কে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে, চিকিৎসার অভাবে ভাঙ্গা হাত নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ । 

স্থানীয় লোকজন ও ভিকটিম সূত্রে জানা যায়-ঘটনার দিন গত ইং- ০৭/০৯/২০২৩ ইং তারিখ সকাল বেলা মোবারক হোসেন  ত্রিশাল থানাধীন আমিরাবাড়ী সাইনবোর্ড বাসষ্ট্যান্ড হইতে অটোগাড়ী চালিয়ে কাশিগঞ্জ বাজারে যাওয়ার সময় ত্রিশাল থানাধীন আমিরাবাড়ী নামাপাড়া বাংলালিংক টাওয়ায়ের সামনে পাকা রাস্তায় পৌঁছাইলে  মোঃ আরিফ ও তাহার অটোগাড়ী চালিয়ে বিপরীত দিক হইতে আসিয়া সেখানে রাস্তা ভাঙ্গা থাকার কারনে মোবারকের অটোগাড়ী মুখোমুখি সংঘর্ষ হয়। তখন উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি শেষে উক্ত স্থান হইতে কাশিগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা হইয়া একটু সামনে যাওয়া মাত্রই আরিফ পিছন হতে মোবারকের উদ্দেশ্য করিয়া খারাপ ভাষায় গালিগালাজ করিলে প্রতিবাদ করায় আরিফ ক্ষিপ্ত হইয়া অটোগাড়ী চালানো অবস্থায় বৃদ্ধ মোবারকের হাত ধরে টান মারিলে  অটোগাড়ীটি উল্টে যায় এবং ডান হাতটি অটোগাড়ীর নিচে পড়িয়া গুরুতর হাড়ভাঙ্গা জখম হয়। 

তখন আরিফ  হোসেন  খুন, জখমের ভয়ভীতি প্রদর্শন সহ  জানমালের ক্ষয়ক্ষতি হুমকি দিয়া ঘটনাস্থল ত্যাগ করে। অটোগাড়ীতে থাকা যাত্রী- আলী হোসেন (৬০),  শামীম (৩২) ও আহত হন। 

স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে বৃদ্ধ মোবারক কে গুরুতর জখমী অবস্থায় উদ্ধার করে তার ছেলে মোস্তফা কামালকে মোবাইল ফোনে ঘটনার বিষয়ে জানালে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। মোবারক হোসেন চিকিৎসা গ্রহন করে কিছুটা সুস্থ্য হয়ে ত্রিশাল থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

বৃদ্ধ অটোচালক মোবারক হোসেন ও তার পরিবারর, এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করেন। এ ব্যাপারে ত্রিশাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন বলেন  অভিযোগ পেয়েছি তদন্ত চলছে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ত্রিশালে তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি ...