শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

ত্রিশালে আনন্দঘন পরিবেশে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
আধুনিক সভ্যতার ছোঁয়া ও কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার প্রাচীন খেলা কাবাডি বা হাডুডু। ঐতিহ্যবাহী এ খেলাটি এখন গ্রামবাংলা থেকে হারিয়ে যেতে বসেছে।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বাগান গ্রামের উদ্যোগে হাডুডু টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ আগষ্ট) বিকালে বাগান ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, ত্রিশাল পৌরসভা থেকে তিন তিনবার বিপুল ভোটে নির্বাচিত মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
ত্রিশাল ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সভাপতি আবু বক্কর সিদ্দিকের  সভাপতিত্বে ও ইউপি সদস্য জোবায়ের হোসেনের সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সোয়েল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, পৌর প্যানেল মেয়র-১ রাশিদুল হাসান বিপ্লব, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শহিদুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, পৌর মৎস জীবী লীগের আহ্বায়ক সোহাগ উদ্দীন আকন্দ প্রমুখ।
খেলায় অংশগ্রহণ করে ত্রিশাল উপজেলা কাবাডি মূল দল ও উপজেলা শ্রমিক ইউনিয়ন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, সাবেক কাবাডি খেলোয়াড় ও বর্তমান ইউপি সদস্য নজরুল ইসলাম (নজি)।

খেলার ফলাফল ত্রিশাল উপজেলা কাবাডি মূল দল-১ ও উপজেলা শ্রমিক ইউনিয়ন-১ এ ড্র হয়ে ফলাফল অমীমাংসিত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ত্রিশালে তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি ...