শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

ত্রিশালে "বেলা নার্সিং কলেজ" এর শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নে 'বেলা নার্সিং কলেজ' এর আয়োজনে গত বৃহস্পতিবার দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্যদিয়ে কলেজ প্রাঙ্গনে
শিক্ষার্থীদের নবীনবরণ, বার্ষিক পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বেলা হেল্থ এন্ড এডুকেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ শামীম আহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার।
প্রধান আলোচক ছিলেন, মাস্কুলোস্কেলিটার ডিজঅর্ডারস বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ আলতাফ হোসেন সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনুজীব বিজ্ঞান ও ডিন, জীব বিজ্ঞান অনুষদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ডঃ ইকবাল কবির জাহিদ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজলে রাব্বী, শিক্ষানুরাগী ও বিশিষ্ঠ সমাজসেবক শাহ্ আহসান হাবীব বাবু, মঠবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল, বেলা হেল্থ এডুকেশন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ রোকসানা আক্তার, মফবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন মন্ডল প্রমূখ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। উল্লেখ্য- বেলা পরিবারের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান বেলা নার্সিং কলেজ বাংলাদেশে শিক্ষিত জনশক্তিকে দক্ষ ও আন্তর্জাতিক মানের নার্স তৈরির লক্ষ্যে মান সম্পন্ন শিক্ষা প্রদান করে আসছে। কলেজটি ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নে নিজস্ব ভবনে পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

ত্রিশালে চেকপোস্ট দেখে দৌড়ে পালানোর সময় বিদেশি মদ সহ দুইজন গ্রেপ্তার

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) অরিত সরকার ও অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন এর নির্দেশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর এলাকায় চেকপোস্ট চলাকালীন ১৪ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।


গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা গ্রামের নাজিমুদ্দিনের  ছেলে জাহিদুল ইসলাম (১৮) ও একই এলাকার মনির মিয়ার ছেলে আবিদ হাসান (১৯)।

বৃহস্পতিবার সকালে ত্রিশাল থানার এসআই নুরে আলম সিদ্দিক, এএসআই রিপন মিয়া সহ সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্টের সময় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।

এ বিষয়ে এসআই নুরে আলম সিদ্দিক গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তারকৃত দুইজন ময়মনসিংহের দিক থেকে ত্রিশালের দিকে আসার পথে চেকপোস্ট দেখে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সন্দেহজনক আচরণ দেখে ডিউটিরত পুলিশ সদস্যগণ দৌঁড়িয়ে ধরে তল্লাশি চালালে দুজনের সাথে থাকা কালো ব্যাগ থেকে ১৪ বোতল বিদেশী মদ জব্দ করা হয় এবং দুজনকে গ্রেফতার  করে ত্রিশাল থানায় আনা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুজনের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধিন।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, উপজেলার পৌরসভা সহ ১২টি ইউনিয়নে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জনগণের জান মালের নিরাপত্তা সহ  সকল ধরনের অপরাধ নির্মূলে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন ত্রিশাল থানা পুলিশ।

রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে গুনীজন সম্মাননা সংবর্ধনা

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহঃ
ময়মনসিংহ শিল্পকলা একাডেমি ছায়ানট সাংস্কৃতিক সংস্থা এর ৩৯ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার (৩ ফেব্রুয়ারী ২০২৪) সন্ধ্যা ৬ ঘটিকায় ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে গুনীজন সম্মাননা সংবর্ধনা ও বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয়।প্রতিশ্রুতিশীল নারী উদ্যোক্তা হিসাবে গুণিজন সম্মাননা ও সংবর্ধনা পেলেন বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট শিবলী সাদিক খানের একমাত্র কন্যা জেনিফার সাদিক খান লজিমনি। তিনি স্বল্প সময়ে উদ্যক্তাদের নিয়ে কাজ করে নতুন উদ্যোক্তাদের স্বাবলম্বী করনের পথ প্রশস্ত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া, সুলভ মুল্যে মেলার আয়োজন করা, রান্না প্রতিযোগিতা এবং ডান্স শো ইত্যাদি নানা রকম ইভেন্টে কর্মদক্ষতার পরিচয় দেওয়ায় এই সম্মাননা প্রাপ্তি বলে জানা গেছে।এছাড়াও গুণিজন সম্মাননা দেওয়া হয়, লে:কর্নেল অব: অধ্যক্ষ ড: মো শাহবুদ্দিন, মানষ তালুকদারকে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।আয়কর দাতা ও গুণিজন সম্মাননা দেওয়া হয়েছে। সর্বোচ্চ আয়কর দাতা হিসেবে সিআইপি মাহবুব রেজা করিম মুরাদকে সম্মাননা দেওয়া হয়।এসময় প্রধান অতিথি ছিলেন মোঃ ইকরামুল হক টিটু, উদ্ভোদক ছিলেন সিআইপি মাহবুব রেজা করিম মুরাদবিশেষ অতিথি মীর কামরুল কায়েস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছায়ানট সাংস্কৃতিক সংস্থা সভাপতি শরীফ মাহফুজুল হক আপেল।অনুষ্ঠানে শিশু কিশোর শিল্পী নাট্য অভিনয় শিল্পীদের পুরস্কার বিতরণ করা হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় শিল্পীদের গান পরিবেশন এর মধ্যদিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।

মযমনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১১

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১১ জনকে গ্রেফতার করা হয়। এর মাঝে এসআই রুবেল মিয়া, ১নং ফাড়ি সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে আকুয়া ডন মোড় এলাকা থেকে  ডাকাতির চেস্টা মামলার আসামী কাজল, এসআই তানভীর আহমেদ ছিদ্দীকী সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে কাঠগোলা বাজার থেকে অন্যান্য মামলার আসামী মোঃ জামান, মোঃ রিপন, মোঃ হাসান, মোঃ হাবিব, মোঃ ফরহাদকে গ্রেফতার করে। এসআই আল মামুন সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে পাটগুদাম মোড় থেকে অন্যান্য মামলার আসামী দেলোয়ার, এএসআই আনোয়ার হোসেন, ১নং ফাড়ি, সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে পাটগুদাম রেলীর মোড় থেকে অন্যান্য মামলার আসামী মোঃ আজিম মিয়াকে গ্রেফতার করে। এছাড়া এএসআই হযরত আলী, এএসআই ফরহাদ উদ্দিন, এসআই কামাল হোসেন পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ তিন পলাতক আসামি গ্রেফতার করে। সাজাপ্রাপ্তরা হলো, মোঃ আশরাফুল আলম ও মিসেস এস এম বিথী এবং পরোয়ানাভুক্ত হলো, সমীর রঞ্জন দাস।রোজ শনিবার ৪ জানুয়ারি  তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। 
 
পুলিশ পরিদর্শক আনোযার হোসেন বক্তব্যে বলেন অভিযান অব্যাহত রয়েছে।

ত্রিশালে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশালে সাইনবোর্ড টানাতে গিয়ে তিনতলার ছাদে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের গো-হাটা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দরিরামপুর বরকুমা এলাকার লালু মিয়ার ছেলে সুমন (৩১) এবং বৈলর বাঁশকুড়ি এলাকার আবুল কালামের ছেলে নূর মোহাম্মদ (২৩)।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া এই তথ্য নিশ্চিত করে তিনি বলেন, ঘটনার দিন রাতে ওই দুই শ্রমিক পৌর শহরের গো-হাটা মোড়ের একটি তিনতলা ভবনের ছাদে সাইনবোর্ড লাগানোর জন্য ওঠেন। ছাদে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন দুই জন। পরে স্থানীয়রা আহত সুমন ও নুর মোহাম্মদকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে নুর মোহাম্মদকে ময়মনসিয়হ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।
পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ত্রিশালে প্রাথমিক শিক্ষক সমিতির ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মুহাম্মদ আব্দুল কাইয়ুমকে সভাপতি ও ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেনকে সাধারন সম্পাদক করে ছয় মাস মেয়াদি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক মোঃ গাজীউল হক চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সংশোধিত গঠনতন্ত্র ২০২০ খ্রিঃ এর অনুচ্ছেদ ২১ (ড) (১) ধারা মতে ত্রিশাল উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অন্যান্যরা হলেন,নির্বাহী সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান,সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল, নূরুন্নাহার , সহ-সভাপতি শামছুন্নাহার, মফিজুল ইসলাম,শাহানাজ বেগম, সিরাজুল ইসলাম,নির্বাহী সাধারণ সম্পাদক একেএম হাসান , লায়লা নূরুন্নাহার ,সিনিয়র যুগ্ম সম্পাদক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, কামরুজ্জামান,যুগ্ম-সম্পাদক সায়মা আক্তার,কাজী মো: আল হাদী, মুহাম্মদ সারুয়ার জামান,সহ-সম্পাদক মোহাম্মদ সিহাব উদ্দিন, তানিয়া সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রুকুনুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার, মহিলা সম্পাদক রেবেকা সুলতানা, সহ-মহিলা সম্পাদক আমিনা আক্তার খাতুন, অর্থ সম্পাদক আনোয়ারুল কবীর, সহ অর্থ সম্পাদক কবীর হোসেন, দপ্তর সম্পাদক রেজাউল করিম, সহ দপ্তর সম্পাদক ইয়াছিন আলী প্রমুখ।
নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান আনিছ।

শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

ত্রিশালে সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান কে গণসংবর্ধনা

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫২ ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান কে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২ই ফেব্রুয়ারী) সন্ধ্যায় ত্রিশাল পৌরসভার ৫নং ওয়ার্ড কেরানী বাড়ীর মোড় এলাকায় এ গণসংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫২, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান এমপি।
ত্রিশাল পৌরসভার ৫নং ওয়ার্ডের বার বার নির্বাচিত সফল কাউন্সিলর মেহেদী হাসান নাসিম এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুল আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান চানু,উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন উজ্জ্বল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু,উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সোয়েল মাহমুদ সুমন,সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন প্রমুখ।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ,জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ত্রিশালে তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি ...