ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫২ ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান কে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২ই ফেব্রুয়ারী) সন্ধ্যায় ত্রিশাল পৌরসভার ৫নং ওয়ার্ড কেরানী বাড়ীর মোড় এলাকায় এ গণসংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫২, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান এমপি।
ত্রিশাল পৌরসভার ৫নং ওয়ার্ডের বার বার নির্বাচিত সফল কাউন্সিলর মেহেদী হাসান নাসিম এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুল আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান চানু,উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন উজ্জ্বল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু,উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সোয়েল মাহমুদ সুমন,সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন প্রমুখ।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ,জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন