সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

ত্রিশালে অভিনব কৌশলে প্রবাসীর স্ত্রীর টাকা ছিনতাই, অতঃপর...

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
অস্ত্রের মুখে নয়, অভিনব কৌশলে এক প্রবাসীর স্ত্রীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ময়মনসিংহের ত্রিশালে। দুজন কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২৯ জানুয়ারি) দুপরে একটি ঘটনার বর্ণনা দিয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, উপজেলার দরিল্ল্যা গ্রামের প্রবাসী হাফিজুল ইসলামের স্ত্রী শিরিনা আক্তার ও তার সহোদর ভাই এমদাদুল হক সোনালী ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে রিক্সাযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইভা ফিলিং স্টেশন সংলগ্ন নাঈম মোটরসাইকেল গ্যারেজ পর্যন্ত  পৌঁছামাত্রই মোটরসাইকেল যোগে দুই যুবক ছিনতাইকারী সোহাগ মিয়া (২৮) ও মেহেদী হাসান (২৫) এসে হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগীর ডাক চিৎকার করলে আশপাশের লোকজনের মাধ্যমে খবর পেয়ে ত্রিশাল থানার এএসআই মাহমুদুল হাসান জামান ও এসআই হুমায়ুন কবীর ধাওয়া করে দুই ছিনতাইকারী কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ৬ লাখ টাকা, দুটি মোবাইল  ও চেকবই  উদ্ধার করা হয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (ত্রিশাল) অরিত সরকার বলেন, প্রবাসীর স্ত্রী শিরিন আক্তার সোনালী ব্যাংক থেকে ৬ লাখ টাকা উত্তোলন করে রিক্সাযোগে বাড়ি ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নাঈম মোটর গ্যারেজে পৌঁছামাত্রই মোটরসাইকেল যোগে এসে দুই ছিনতাইকারী টাকা নিয়ে পালানোর পঁথে ত্রিশাল থানা পুলিশের দুজন অফিসার  ৬ লাখ টাকা, দুটি মোবাইল ও ব্যাংকের চেক বই উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেন। দুই ছিনতাই কারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ত্রিশালে তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি ...