সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) অরিত সরকার ও অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন এর নির্দেশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর এলাকায় চেকপোস্ট চলাকালীন ১৪ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা গ্রামের নাজিমুদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (১৮) ও একই এলাকার মনির মিয়ার ছেলে আবিদ হাসান (১৯)।
বৃহস্পতিবার সকালে ত্রিশাল থানার এসআই নুরে আলম সিদ্দিক, এএসআই রিপন মিয়া সহ সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্টের সময় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
এ বিষয়ে এসআই নুরে আলম সিদ্দিক গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তারকৃত দুইজন ময়মনসিংহের দিক থেকে ত্রিশালের দিকে আসার পথে চেকপোস্ট দেখে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সন্দেহজনক আচরণ দেখে ডিউটিরত পুলিশ সদস্যগণ দৌঁড়িয়ে ধরে তল্লাশি চালালে দুজনের সাথে থাকা কালো ব্যাগ থেকে ১৪ বোতল বিদেশী মদ জব্দ করা হয় এবং দুজনকে গ্রেফতার করে ত্রিশাল থানায় আনা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুজনের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন