লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১১ জনকে গ্রেফতার করা হয়। এর মাঝে এসআই রুবেল মিয়া, ১নং ফাড়ি সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে আকুয়া ডন মোড় এলাকা থেকে ডাকাতির চেস্টা মামলার আসামী কাজল, এসআই তানভীর আহমেদ ছিদ্দীকী সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে কাঠগোলা বাজার থেকে অন্যান্য মামলার আসামী মোঃ জামান, মোঃ রিপন, মোঃ হাসান, মোঃ হাবিব, মোঃ ফরহাদকে গ্রেফতার করে। এসআই আল মামুন সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে পাটগুদাম মোড় থেকে অন্যান্য মামলার আসামী দেলোয়ার, এএসআই আনোয়ার হোসেন, ১নং ফাড়ি, সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে পাটগুদাম রেলীর মোড় থেকে অন্যান্য মামলার আসামী মোঃ আজিম মিয়াকে গ্রেফতার করে। এছাড়া এএসআই হযরত আলী, এএসআই ফরহাদ উদ্দিন, এসআই কামাল হোসেন পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ তিন পলাতক আসামি গ্রেফতার করে। সাজাপ্রাপ্তরা হলো, মোঃ আশরাফুল আলম ও মিসেস এস এম বিথী এবং পরোয়ানাভুক্ত হলো, সমীর রঞ্জন দাস।রোজ শনিবার ৪ জানুয়ারি তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ পরিদর্শক আনোযার হোসেন বক্তব্যে বলেন অভিযান অব্যাহত রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন