রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

মযমনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১১

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১১ জনকে গ্রেফতার করা হয়। এর মাঝে এসআই রুবেল মিয়া, ১নং ফাড়ি সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে আকুয়া ডন মোড় এলাকা থেকে  ডাকাতির চেস্টা মামলার আসামী কাজল, এসআই তানভীর আহমেদ ছিদ্দীকী সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে কাঠগোলা বাজার থেকে অন্যান্য মামলার আসামী মোঃ জামান, মোঃ রিপন, মোঃ হাসান, মোঃ হাবিব, মোঃ ফরহাদকে গ্রেফতার করে। এসআই আল মামুন সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে পাটগুদাম মোড় থেকে অন্যান্য মামলার আসামী দেলোয়ার, এএসআই আনোয়ার হোসেন, ১নং ফাড়ি, সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে পাটগুদাম রেলীর মোড় থেকে অন্যান্য মামলার আসামী মোঃ আজিম মিয়াকে গ্রেফতার করে। এছাড়া এএসআই হযরত আলী, এএসআই ফরহাদ উদ্দিন, এসআই কামাল হোসেন পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ তিন পলাতক আসামি গ্রেফতার করে। সাজাপ্রাপ্তরা হলো, মোঃ আশরাফুল আলম ও মিসেস এস এম বিথী এবং পরোয়ানাভুক্ত হলো, সমীর রঞ্জন দাস।রোজ শনিবার ৪ জানুয়ারি  তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। 
 
পুলিশ পরিদর্শক আনোযার হোসেন বক্তব্যে বলেন অভিযান অব্যাহত রয়েছে।

ত্রিশালে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশালে সাইনবোর্ড টানাতে গিয়ে তিনতলার ছাদে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের গো-হাটা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দরিরামপুর বরকুমা এলাকার লালু মিয়ার ছেলে সুমন (৩১) এবং বৈলর বাঁশকুড়ি এলাকার আবুল কালামের ছেলে নূর মোহাম্মদ (২৩)।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া এই তথ্য নিশ্চিত করে তিনি বলেন, ঘটনার দিন রাতে ওই দুই শ্রমিক পৌর শহরের গো-হাটা মোড়ের একটি তিনতলা ভবনের ছাদে সাইনবোর্ড লাগানোর জন্য ওঠেন। ছাদে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন দুই জন। পরে স্থানীয়রা আহত সুমন ও নুর মোহাম্মদকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে নুর মোহাম্মদকে ময়মনসিয়হ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।
পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ত্রিশালে প্রাথমিক শিক্ষক সমিতির ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মুহাম্মদ আব্দুল কাইয়ুমকে সভাপতি ও ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেনকে সাধারন সম্পাদক করে ছয় মাস মেয়াদি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক মোঃ গাজীউল হক চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সংশোধিত গঠনতন্ত্র ২০২০ খ্রিঃ এর অনুচ্ছেদ ২১ (ড) (১) ধারা মতে ত্রিশাল উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অন্যান্যরা হলেন,নির্বাহী সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান,সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল, নূরুন্নাহার , সহ-সভাপতি শামছুন্নাহার, মফিজুল ইসলাম,শাহানাজ বেগম, সিরাজুল ইসলাম,নির্বাহী সাধারণ সম্পাদক একেএম হাসান , লায়লা নূরুন্নাহার ,সিনিয়র যুগ্ম সম্পাদক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, কামরুজ্জামান,যুগ্ম-সম্পাদক সায়মা আক্তার,কাজী মো: আল হাদী, মুহাম্মদ সারুয়ার জামান,সহ-সম্পাদক মোহাম্মদ সিহাব উদ্দিন, তানিয়া সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রুকুনুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার, মহিলা সম্পাদক রেবেকা সুলতানা, সহ-মহিলা সম্পাদক আমিনা আক্তার খাতুন, অর্থ সম্পাদক আনোয়ারুল কবীর, সহ অর্থ সম্পাদক কবীর হোসেন, দপ্তর সম্পাদক রেজাউল করিম, সহ দপ্তর সম্পাদক ইয়াছিন আলী প্রমুখ।
নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান আনিছ।

শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

ত্রিশালে সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান কে গণসংবর্ধনা

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫২ ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান কে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২ই ফেব্রুয়ারী) সন্ধ্যায় ত্রিশাল পৌরসভার ৫নং ওয়ার্ড কেরানী বাড়ীর মোড় এলাকায় এ গণসংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫২, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান এমপি।
ত্রিশাল পৌরসভার ৫নং ওয়ার্ডের বার বার নির্বাচিত সফল কাউন্সিলর মেহেদী হাসান নাসিম এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুল আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান চানু,উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন উজ্জ্বল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু,উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সোয়েল মাহমুদ সুমন,সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন প্রমুখ।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ,জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

ত্রিশালে অভিনব কৌশলে প্রবাসীর স্ত্রীর টাকা ছিনতাই, অতঃপর...

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
অস্ত্রের মুখে নয়, অভিনব কৌশলে এক প্রবাসীর স্ত্রীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ময়মনসিংহের ত্রিশালে। দুজন কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২৯ জানুয়ারি) দুপরে একটি ঘটনার বর্ণনা দিয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, উপজেলার দরিল্ল্যা গ্রামের প্রবাসী হাফিজুল ইসলামের স্ত্রী শিরিনা আক্তার ও তার সহোদর ভাই এমদাদুল হক সোনালী ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে রিক্সাযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইভা ফিলিং স্টেশন সংলগ্ন নাঈম মোটরসাইকেল গ্যারেজ পর্যন্ত  পৌঁছামাত্রই মোটরসাইকেল যোগে দুই যুবক ছিনতাইকারী সোহাগ মিয়া (২৮) ও মেহেদী হাসান (২৫) এসে হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগীর ডাক চিৎকার করলে আশপাশের লোকজনের মাধ্যমে খবর পেয়ে ত্রিশাল থানার এএসআই মাহমুদুল হাসান জামান ও এসআই হুমায়ুন কবীর ধাওয়া করে দুই ছিনতাইকারী কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ৬ লাখ টাকা, দুটি মোবাইল  ও চেকবই  উদ্ধার করা হয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (ত্রিশাল) অরিত সরকার বলেন, প্রবাসীর স্ত্রী শিরিন আক্তার সোনালী ব্যাংক থেকে ৬ লাখ টাকা উত্তোলন করে রিক্সাযোগে বাড়ি ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নাঈম মোটর গ্যারেজে পৌঁছামাত্রই মোটরসাইকেল যোগে এসে দুই ছিনতাইকারী টাকা নিয়ে পালানোর পঁথে ত্রিশাল থানা পুলিশের দুজন অফিসার  ৬ লাখ টাকা, দুটি মোবাইল ও ব্যাংকের চেক বই উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেন। দুই ছিনতাই কারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন।

শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফকরুদ্দিন, সম্পাদক শফিকুল


নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের ২০২৪-২৫ সালের দ্বিবার্ষিক কার্যকরী কমিটির নবগঠিত কমিটির সভাপতি ফকরুদ্দীন আহেদ (দৈনিক মুক্তখবর) ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (দৈনিক মাবজমিন)।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান  ও নির্বাচন কমিশনার লুৎফর রহমান, সহকারী নির্বাচন কমিশনার আরিফুর রহমান রব্বানী, আব্দুল কাদের জিলানী, জাহাঙ্গীর আলম তপু।

দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সারোয়ার জাহান জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান  আনিছ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল পৌরসভার প্যানেল মেয়র-১ রাশেদুল হাসান বিপ্লব। উপজেলা প্রেসক্লাবের সবেক-  সহ-সভাপতি খ.ম শফিকুল ইসলাম, সম্মানিত সদস্য জহিরুল কাদের কবির, কোষাধ্যক্ষ তারেক হাসান বাবু, সমাজকল্যাণ সম্পাদক মোমিন তালুকদার, সম্মানিত সদস্য আজহারুল ইসলাম আজহার, প্রচার সম্পাদক মোঃ আসাদুল ইসলাম মিন্টু, আইন বিষয়ক সম্পাদক জাকিয়া বেগম আকলিমা, নাট্য ও সাহিত্য সম্পাদক ফাতেমা শবনম। উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সোহেল মাহমুদ সুমন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শিরিন ইসলাম চায়না, ধানীখোলা  ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য তাসলিমা আক্তার প্রমূখ।

বিঃদ্রঃ- দ্রুত পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হবে। এদিকে কমিটি ঘোষণা হওয়ার পর বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

নবনির্বাচিত এমপি এবিএম আনিছুজ্জামান কে ত্রিশালের মঠবাড়ি ইউনিয়নে গণ সংবর্ধনা

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫২ ময়মনসিংহ-৭ ত্রিশাল থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছকে  গণ সংর্বধনা দিয়েছেন ত্রিশাল উপজেলার ১০নং মঠবাড়ি ইউনিয়নের জনসাধারণ।

সোমবার বিকেলে মঠবাড়ি উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে  গণসংর্বধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, মঠবাড়ি ইউনিয়নের আওয়ামীলীগ নেতা  ফারুক হোসেন। ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের নেতা জাহিদুল ইসলাম জুয়েল, উপজেলা স্বেচ্চাসেবকলীগের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল নয়ন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল হক সরকার,  উপজেলা কৃষকলীগ সভাপতি মাহবুবুল আলম,সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু, উপজেলা  শ্রমিকলীগ সভাপতি সোয়েল মাহমুদ সুমন,সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন এছাড়াও উপজেলা যুব মহিলালীগ সাবেক ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান বলেন, আমি এলাকার উন্নয়ন করার জন্য এমপি হয়েছি কারো কোন প্রয়োজনে কোন মাধ্যম ছাড়াই আমার কাছে চলে আসবেন কাজ করে দিবো। তিনি আরো বলেন , ত্রিশালকে স্মাট ত্রিশাল করতে হলে সবাইকে স্মাট হতে হবে এর জন্য প্রথম প্রয়োজন আমাদের যুব সমাজকে নেশা মুক্ত করতে হবে তাই আগামী ১ মাসের মধ্য প্রশাসনকে অবগত করছি যাতে ত্রিশালের কোন মাদকের আস্থানা না থাকে।তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকা এই মঠবাড়ি ইউনিয়নের সকল রাস্তা ঘাট বিষয়ে অবগত রয়েছি পর্যায়ক্রমে সকল রাস্তা মেরামত করা হবে। ত্রিশাল উপজেলায় আওয়ামীলীগের সকল স্তরের ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করা হবে । সংবোর্ধনা অনুষ্ঠানে  মঠবাড়ি ইউনিয়নের সকল শ্রেণী-পেশার মানুষ মিছিলে মিছিলে মুখরিত করে তুলে পোড়াবাড়ি বাজার এলাকা । পরে নর্বনির্বাচিত এমপিকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

ত্রিশালে তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি ...