বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

ত্রিশালে পিবি ফাউন্ডেশনের খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঐতিহ্যবাহী ‘পিবি ফাউন্ডেশন’ এর উদ্যোগে খাবার বিতরণ ও সড়ক দুর্ঘটনায় নিহত যুবলীগ নেতা শামীম পারভেজ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি সপ্তাহের ন্যয় বৃহস্পতিবার (৬জুন) দুপুরে মাদানি সিএনজি পাম্প সংলগ্ন পিবি ফাউন্ডেশন এর কার্যালয়ে পৌর শহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ৪০০-৫০০ মানুষদের কে সাদা ভাত, মুরগির মাংস ও ডাল দিয়ে পেট ভরে খাবার খাওয়ানো হয়। খাবার কার্যক্রম বিতরণ ও দোয়া মাহফিলে পিবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আজহারুল ইসলাম আজহার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজিব পারভেজ। আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক শাহ্ মোঃ রঞ্জু, ইকবাল হোসেন, সোহাগ আকন্দ, শাহাদাত হোসেন সহ আরো অনেকেই।

মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

চাঞ্চল্যকর ৪ খন্ড লাশের রহস্য উন্মোচন, হত্যাকারী গ্রেফতার ও আলামত উদ্ধার

ময়মনসিংহ ডিবি পুলিশ ও কোতোয়ালি মডেল থানার যৌথ অভিযানে চাঞ্চল্যকর ৪ খন্ড লাশের রহস্য উন্মোচন, হত্যাকারী গ্রেফতার ও আলামত উদ্ধার ঃ পুলিশ সুপারের প্রেস বিফ্রিং গত ২ জুন সকাল অনুমান সাড়ে ৮ টায় ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানাধীন মনতলাস্থ সুতিয়াখালী নদীর ব্রীজের নিচে পানিতে ভাসমান অবস্থায় একটি লাগেজ ও পাশেই স্থলভাগে একটি মানুষের মাথা দেখতে পেয়ে স্থানীয় জনতা থানা পুলিশকে সংবাদ দেয়। থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থল হতে মানুষের মাথা ও পাশেই পানিতে ভাসমান লাগেজ উদ্ধার করে লাগেজ খুলে চার টুকরা পুরুষের খন্ডিত অংশ পাওয়া যায়। থানা পুলিশের পাশাপাশি পুলিশে অন্যান্য বিশেষায়িত ইউনিট পিবিআই, সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে লাশের পরিচয় সনাক্তের চেষ্টা করেন। কিন্তু তাৎক্ষণিক লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। লাশের পরিচয় সনাক্তের জন্য বিভিন্ন ইলেট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াসহ জেলা পুলিশ অফিসিয়াল ফেসবুকে সংবাদ পোষ্ট করা হয়। ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ আনুসাঙ্গিক অন্যান্য কার্যাদি সম্পন্ন করে লাশের ময়নাতদন্ত ও ডিএনএ স্যাম্পল সংগ্রহের নিমিত্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যাকান্ডের বিষয়ে সংবাদ ছড়িয়ে পড়লে ভিকটিমের আত্মীয়-স্বজন ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে উপস্থিত হয়ে ভিকটিম এর মুখমন্ডল, পরনের কাপড়-চোপড় এবং অন্যান্য বৈশিষ্ট দেখে পরিচয় সনাক্ত করেন। সনাক্তকৃতদের পরিচয় থেকে জানা যায় ভিকটিমের নাম ওমর ফারুক সৌরভ (২৪), পিতা-মোঃ ইউসুফ আলী, মাতা-মাহমুদা আক্তার পারুল,সাং-তারাটি, থানা- ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ বর্তমান সাং-পোষ্টার কলোনী, থানা-মতিঝিল, ডিএমপি ঢাকা । এই সংক্রান্তে ভিকটিমের পিতা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-০৬,তারিখ-০২/০৬/২০২৪ধারা-৩০২/৩০১/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়। মামলা দায়ের পর ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশের একটি চৌকশ টিম উক্ত ঘটনার রহস্য উন্মোচন ও আসামী গ্রেফতারের জন্য মাঠে নামেন। তথ্য প্রযুুক্তি ও নিজস্ব সোর্সের মাধ্যমে উক্ত হত্যাকান্ডের মূল হত্যাকারী ইলিয়াছ আলী (৫৫), পিতা-মৃত হাসেম আলী, সাং-তারাটি, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ, বর্তমান সাং-গোহাইলকান্দি (প্রাইমারী স্কুল সংলগ্ন), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এবং আহাদুজ্জামান ফারুক(৩০), পিতা-মৃতঃ আক্তারুজ্জামান, মাতা-মাহবুবা বেগম রিনা,সাং-চর হোসেনপুর,থানা- ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ এবং লাশ বহনকারী গাড়ীর ড্রাইভার আব্দুল হান্নান আকন্দ (৬৫), পিতা-মৃত মীর হোসেন আকন্দ, মাতা-মৃত আছিয়া খাতুন,সাং-চান্দুরা (বিরাজ প্রফেসরের বাড়ীর পাশে), থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ, বর্তমান সাং-বলাশপুর, হাক্কানী পশ্চিম মসজিদের মোড় (জনৈক আব্দুল হান্নান এর বাসার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের গত ০৪/০৬/২০২৪ ইং তারিখ ঢাকা ও ময়মনসিংহ ধোবাউড়া থানা এলাকা থেকে থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন । ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানায় যায়,ধৃত আসামী ইলিয়াছ ও ভিকটিম ওমর ফারুক সৌরভ পরস্পর আপন চাচা ভাতিজা। আসাামি ইলিয়াছ এর মেয়ে ইভা আক্তারকে ওমর ফারুক সৌরভ (২৪) গোপনে বিবাহ করে। ইভার ভিকটিম ওমর ফারুক সৌরভ এর সাথে বিবাহের পূর্বে অন্যত্র বিবাহ হয়েছিল। বিষয়টি পরবর্তীতে ইভার বাবা মা জানলে তাহার চরম ক্ষিপ্ত হয় এবং এই বিবাহ কোনক্রমেই মেনে নিবে না বলে জানায়। এই ঘটনা নিয়ে ইলিয়াছ এর আপন ভাই ইউসুফ (ডিসিষ্ট এর বাবা) এর সাথে বিরোধ চরম আকার ধারণ করে। দুইজনের মধ্যে বাক বিতন্ডা হয় এবং ওমর ফারুক সৌরভকে মেরে ফেলার হুমকি দেয়। আসামী ইলিয়াছ তার মেয়ে ইভাকে গত মে মাসের মাঝামাঝি পড়াশুনার জন্য কানাডা পাঠায়। গত ০২/০৬/২০২৪ তারিখ বিকালে ডিসিষ্ট ওমর ফারুক সৌরভ ময়মনসিংহ আসে এবং চাচাতো ভাই মৃদুল (১৭) (আসামী ইলিয়াছ এর ছেলে) কে ফোন দিলে, মৃদুল সৌরভকে কোতোয়ালী মডেল থানাধীন গোহাইলকান্দি (প্রাইমার স্কুল সংলগ্ন) বাসায় আসতে বলে। সৌরভ বাসায় গেলে চাচা ইলিয়াছ বাসার নিচ তলায় একটি ভাড়া করা কক্ষে নিয়ে হাত পা বাঁধে। পরিকল্পনা অনুযায়ী ইলিয়াছ এর শ্যালক আহাদুজ্জামান ফারুক(৩০) কে ফোন করে ময়মনসিংহ বাসায় ডেকে নিয়ে আসে এবং এক পর্যায়ে দুজন মিলে সৌরভকে হত্যা করার উদ্দেশ্যে মাথায় ছুরিকাঘাত করে হত্যা করে লাশ বাথরুমে রাখে। লাশ গুম করার উদ্দেশ্যে পরিকল্পনা মাফিক ময়মনসিংহ গাঙ্গিনারপাড় হতে ট্রলি ব্যাগ (লাগেজ),পলিথিন ও হ্যান্ডগেভস কিনে বাসায় নিয়ে যায়। বাথরুমে রাখা সৌরভ এর মৃত দেহের শরীর হতে ধারালো অস্ত্র দিয়ে মাথা এবং দুই পায়ের ঊরু বিচ্ছিন্ন করে পলিথিনে প্যাকেট করে লাগেজের মধ্যে রাখে। মাথাটি স্বচ্ছ পলিথিনে মুড়িয়ে একটি শপিং ব্যাগে রাখে। ইং ০২/০৬/২০২৪ তারিখ রাত অনুমান ১২.৩০ ঘটিকার সময় লাগেজ ও শপিং ব্যাগে রাখা মৃতদেহ গুম করার উদ্দেশ্যে আসামী ইলিয়াছ আলী ও আহাদুজ্জামান ফারুক একটি প্রাইভেটকার ভাড়া করে প্রাইভেটকারের ব্যাগ ডালার ভিতরে নিয়ে কোতোয়ালী মডেল থানাধীন মনতলা ব্রীজের উপর হতে সুতিয়াখালী নদীতে ফেলে দেয়। মামলাটি কোতোয়ালী মডেল থানা পুলিশ তদন্ত করছে।

বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

ত্রিশালে গাছ উপরে পরে অসহায় বাবুল এর বসত ঘর বিধ্বস্ত, অলৌকিক ভাবে বেঁচে যায় পাঁচজন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর হদ্দেরভিটা গ্রামের বাসিন্দা মোঃ বাবুল মিয়া ভ্যানগাড়ী চালিয়ে স্ত্রী নার্গিস আক্তার ও তিন সন্তান নিয়ে কোন মতে খেয়ে না খেয়ে বসত করেন এই টিনের ঘরটিতে। এরই মধ্যে গত সোমবার রাতে প্রতিবেশী সেলিম মিয়ার লাগানো বড় একটি মেহাগুণি গাছ বসতঘরের উপরে পরে বাবুল মিয়ার বসত ঘর একদম বসবাসের অনুপযোগী হয়ে পরেছে। বিধ্বস্ত হয় বাবুল মিয়ার একমাত্র মাথা গোজার ঠাই। ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র সব ক্ষতিগ্রস্ত হয়েহেছে। ঘরে ঐ সময় বাবুল মিয়া তার স্ত্রী ও তিন সন্তান ঘুমিয়ে ছিলো অলৌকিক ভাবে বেঁচে যায় তারা পাঁচজন। প্রতিবেশী ও ভুক্তভোগী বাবুল জানান, গাছের নিচ থেকে ভেকু দিয়ে মাটি সড়িয়ে ফেলার জন্য গাছটি পরে ঘরটি ভেঙ্গে গেছে। এই গাছ নিয়ে ২০২২ সালে ত্রিশাল থানায় একটি সালিশ হয়। ঐ সালিশে ৫জন সাক্ষি রেখে একটি গাছ কেটেফেলার সিদ্ধান্ত হয় এবং বাকি গাছগুলোর ডালপালা কেটে ফেলার সিদ্ধান্ত হয়। কিন্তু এ প্রভাবশালী সেলিম মিয়া গাছটি কাটেনি এবং অন্যগাছগুলোর ডালপালাও কাটেনি। না কাটা গাছটি পড়ে এ দুর্ঘটনাটি ঘটে এবং বাকি গাছগুলো যেকোন সময় উপরে পরে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ভুক্তভোগী পরিবার সরকারের কাছে সাহায্য ও প্রতিবেশীর অত্যাচার থেকে মুক্তি চান।

মঙ্গলবার, ২১ মে, ২০২৪

ত্রিশালে গর্ত থেকে অজ্ঞাত নারী ও ২ শিশুর গলিত মরদেহ উদ্ধার

মোমিন তালুকদার, নিজস্ব প্রতবেদকঃ
ময়মনসিংহের ত্রিশালে একটি গর্ত থেকে মাটি চাপা অবস্থায় অজ্ঞাত এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ মে) দুপুর ৩টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া নামক স্থানের হাইন্জা মড়লের বাড়ির মসজিদের সামনের একটি পতিত জমির আইল ঘেঁষা গর্ত থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহের পিবিআই, র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে কুকুর অজ্ঞাত শিশুর পায়ের অংশ বিশেষ নিয়ে ছুটাছুটি করছিল। এটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে লোকজন এসে দেখে একটি গর্তে আরও দুটি মরদেহ রয়েছে। যা পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। দুপুর ৩টার দিকে ত্রিশাল থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল তিনটার দিকে ত্রিশালের রামপুর ইউনিয়নের কাকচরে তিনটি মরদেহ পাওয়া গেছে। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় এক নারী ও দুই শিশুর গলিত মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যার পর কেউ মরদেহ গর্ত করে মাটিচাপা দিতে পারে। হত্যার কারণ ও নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপেল মাহমুদ বলেন, 'মরদেহগুলো পঁচে দুর্গন্ধ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে সপ্তাহ খানেরও বেশি সময় আগে তাদেরকে কেউ হত্যা করে পুঁতে রেখেছে। আপাতত মনে হচ্ছে তাদের অন্য কোনো এলাকা থেকে এনে এখানে পুঁতে রাখা হয়েছে।

ময়মনসিংহ জেলা পিবিআই এর পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, কাকচর নয়াপাড়ার একটি দুর্গম এলাকায় লোকালয় থেকে বেশ কিছুটা দূরে তিনটি মরদেহ উদ্ধার হয়। একজন নারী এবং দুটি ছেলের। নারীর বয়স আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশ ও ছেলে দুটির বয়স তিন থেকে চার বছর হবে। আনুমানিক পাঁচ দিন আগে তাদের এখানে পুঁতে রাখা হয়েছে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। আমরা পিবিআই, র‌্যাব টেকনোলজি কাজে লাগিয়ে দ্রুত এই মরদেহ তিনটির পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

রবিবার, ১৯ মে, ২০২৪

ত্রিশালে কবি নজরুলের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় কবি কাজী নজরুল  ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মে) বিকেল উপজেলা পরিষদ হলরুম এ প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান (এমপি)।

সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
বিশেষ অতিথিরা হলেন, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) ও অতিরিক্ত  দায়িত্ব (উন্নয়ন ও  মানবসম্পদ ব্যবস্থাপনা) মাহফুজুল  আলম মাসুম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজলে রাব্বী, সহকারী কমিশনার (ভূমি) ত্রিশাল মাহবুবুর রহমান, পৌরসভার মেয়র আমিনুল ইসলাম আমিন সরকার প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভাগীয় কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শনিবার, ১৮ মে, ২০২৪

ত্রিশালে সংকল্প একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল স্মৃতিকেন্দ্র (জাদুঘর) সংলগ্ন সংকল্প একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মে) সকালে নজরুল স্মৃতিকেন্দ্র (জাদুঘর) মিউজিয়ামে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান (এমপি)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, একাডেমির পরিচালক আমিরুল ইসলাম তামিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিল উসমান গনি কুসুম, উপজেলা কৃষক লীগের সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সোয়েল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ সানী, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের পরিচালক প্রকৌশলী লুৎফর রহমান মাজাহার, সভাপতি ফকরুদ্দীন আহমেদ,  নজরুল স্মৃতি কেন্দ্রের কর্মকর্তা আক্তারুজ্জামান মন্ডল, দুখুমিয়া বিদ্যা নিকেতন এর সভাপতি আবু রায়হান, সমাজসেবক আব্দুল আউয়াল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ত্রিশালে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সরকারীভাবে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ (এমপি) এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

শনিবার (১৮ মে) দুপুরে উপজেলা প্রশাসন ও এল.এস.ডি এর আয়োজনে ধানীখোলা খাদ্য গুদাম ও ধলা খাদ্য গুদামে আনুষ্ঠানিক এ কার্যক্রমের আয়োজন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।

বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ফজলে রাব্বী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইলিয়াস আহমেদ, ধানীখোলা ধাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোহাম্মদ গিয়াস উদ্দিন, ধানীখোলা ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর আলম, কাঁঠাল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম, উপজেলা বঙ্গব্ন্ধু পরিষদের সভাপতি শহিদুল ইসলাম স্বপন, উপজেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সোয়েল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন।

ধানীখোলা খাদ্য গুদাম এর উদ্বোধন শেষে বালিপাড়া ইউনিয়নের ধলা খাদ্য গুদামে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের ও শুভ উদ্বোধন করা হয়।  উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ ও ধলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদসহ স্থানীয় কৃষকবৃন্দ।

জানা যায়, ধানীখোলা ও ধলা খাদ্য গুদামে  স্থানীয় কৃষকদের কাছ থেকে  ১২৮০ টাকা দরে ১৯০৮ মেঃ টন ধান ক্রয় করা হবে। সিদ্ধ চাল ১৬৬৭ মেঃ টন ও  আতব চাল ৪৩৮ মেঃ টন  ক্রয় করা হবে। সিদ্ধ চাল কেজি প্রতি ৪৫ টাকা আতব চাল ৪৪ টাকা কেজি দরে দাম ধরা হয়েছে।

ত্রিশালে তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি ...