বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

ত্রিশালে গাছ উপরে পরে অসহায় বাবুল এর বসত ঘর বিধ্বস্ত, অলৌকিক ভাবে বেঁচে যায় পাঁচজন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর হদ্দেরভিটা গ্রামের বাসিন্দা মোঃ বাবুল মিয়া ভ্যানগাড়ী চালিয়ে স্ত্রী নার্গিস আক্তার ও তিন সন্তান নিয়ে কোন মতে খেয়ে না খেয়ে বসত করেন এই টিনের ঘরটিতে। এরই মধ্যে গত সোমবার রাতে প্রতিবেশী সেলিম মিয়ার লাগানো বড় একটি মেহাগুণি গাছ বসতঘরের উপরে পরে বাবুল মিয়ার বসত ঘর একদম বসবাসের অনুপযোগী হয়ে পরেছে। বিধ্বস্ত হয় বাবুল মিয়ার একমাত্র মাথা গোজার ঠাই। ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র সব ক্ষতিগ্রস্ত হয়েহেছে। ঘরে ঐ সময় বাবুল মিয়া তার স্ত্রী ও তিন সন্তান ঘুমিয়ে ছিলো অলৌকিক ভাবে বেঁচে যায় তারা পাঁচজন। প্রতিবেশী ও ভুক্তভোগী বাবুল জানান, গাছের নিচ থেকে ভেকু দিয়ে মাটি সড়িয়ে ফেলার জন্য গাছটি পরে ঘরটি ভেঙ্গে গেছে। এই গাছ নিয়ে ২০২২ সালে ত্রিশাল থানায় একটি সালিশ হয়। ঐ সালিশে ৫জন সাক্ষি রেখে একটি গাছ কেটেফেলার সিদ্ধান্ত হয় এবং বাকি গাছগুলোর ডালপালা কেটে ফেলার সিদ্ধান্ত হয়। কিন্তু এ প্রভাবশালী সেলিম মিয়া গাছটি কাটেনি এবং অন্যগাছগুলোর ডালপালাও কাটেনি। না কাটা গাছটি পড়ে এ দুর্ঘটনাটি ঘটে এবং বাকি গাছগুলো যেকোন সময় উপরে পরে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ভুক্তভোগী পরিবার সরকারের কাছে সাহায্য ও প্রতিবেশীর অত্যাচার থেকে মুক্তি চান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ত্রিশালে তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি ...