শনিবার, ১৮ মে, ২০২৪

ত্রিশালে সংকল্প একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল স্মৃতিকেন্দ্র (জাদুঘর) সংলগ্ন সংকল্প একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মে) সকালে নজরুল স্মৃতিকেন্দ্র (জাদুঘর) মিউজিয়ামে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান (এমপি)।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, একাডেমির পরিচালক আমিরুল ইসলাম তামিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিল উসমান গনি কুসুম, উপজেলা কৃষক লীগের সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সোয়েল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ সানী, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের পরিচালক প্রকৌশলী লুৎফর রহমান মাজাহার, সভাপতি ফকরুদ্দীন আহমেদ,  নজরুল স্মৃতি কেন্দ্রের কর্মকর্তা আক্তারুজ্জামান মন্ডল, দুখুমিয়া বিদ্যা নিকেতন এর সভাপতি আবু রায়হান, সমাজসেবক আব্দুল আউয়াল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ত্রিশালে তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি ...