শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪

ত্রিশালে রানীগঞ্জ পাঠাগারের ৩য় বর্ষপূর্তিতে চেতনা তিথি উৎসব

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশালে রানীগঞ্জ পাঠাগারের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে চেতনতিথি উৎসবে আলোচনা সভা ও বই মেলা উদযাপিত হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে “নতুন বছরের হিম আবহে নয়া যুগের প্রত্যাশায়” প্রতিপাদ্যে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মাহাবুবুর রহমান।

রানীগঞ্জ পাঠাগার ও দ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শাহ আহসান হাবীব বাবুর সভাপতিত্বে ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য ফজলে রাব্বীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ভুমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, কবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রাকিবুল হাসান প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন রানীগঞ্জ পাঠাগারের সভাপতি রুকসানা আক্তার অর্পা ও সাধারন সম্পাদক সিয়াম আবু রাফি। আলোচনা শেষে চিত্রাংকন ও রচনা  প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।

দিনব্যাপী এ উৎসব আয়োজনে ছিল বইমেলা, বইবিনিময়, পাঠক সমাবেশ, বর্ষসেরা পাঠক পুরষ্কার, সভ্য পুরষ্কার, পাঠ্য প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগীতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ত্রিশালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা প্রতিযোগীতা পদক-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার সকালে ত্রিশাল সরকারী নজরুল একাডেমী উচ্চদ্যিালয় মাঠে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলী ছিদ্দিক, উপজেলা ইন্সট্রাক্টর ইউআর সিমাকছুদা আক্তার বানু উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফকরুদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
এই প্রতিযোগীতায় ত্রিশালের ১৮১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইউনিয়ন ভিত্তিক প্রতিযোগীতায় অংশ গ্রহন শেষে ইউনিয়নের বিজয়ী প্রতিযোগীরা উপজেলা পর্যায়ে অংশ নিয়েছেন।

ত্রিশালে দৈনিক মানবজমিন পত্রিকার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশের পাঠক প্রিয় জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারী) সন্ধ্যায় ত্রিশাল উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৫২ ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান এমপি।

ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফকরুদ্দীন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার ত্রিশাল প্রতিনিধি শফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সভাপতি মাহবুবুল আলম,উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সোয়েল মাহমুদ সুমন, উপজেলা যুবলীগ নেতা তরিকুল হাসান আমির, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান রাব্বানী, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তপু,আব্দুল কাদের জিলানী, সাংগঠনিক সম্পাদক মোমিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আসাদুল ইসলাম মিন্টু, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা শবনম,আইন বিষয়ক সম্পাদক জাকিয়া বেগম,অর্থ বিষয়ক সম্পাদক সোহেল রানা,দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক সোহাগ আকন্দ, পাঠাগার বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

ত্রিশালে পিকআপ ভ্যান ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহের ত্রিশালে একটি পিকআপ ভ্যান ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে ত্রিশাল বাসট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার মঞ্জপাড়া গ্রামের মৃত আঃ মান্নান মিয়ার ছেলে মোঃ আইনুল হক (২৫),  শেরপুর জেলার শ্রীবরদী থানার গিলাগাছা গ্রামের মৃত আকবর আলীর ছেলে মোঃ রবিউল (২৬), ময়মনসিংহ জেলার ভালুকা পৌর এলাকার ৮ নং ওয়ার্ড কাঠালী এলাকার নজরুল শেখের ছেলে মোঃ তামিম (২২), শেরপুর জেলার শ্রীবরদী থানার ভারারা গ্রামের মোঃ ছোহরাব মিয়ার ছেলে মোঃ হযরত আলী (২৩) এবং শেরপুর জেলার ঝিনাইগাতি থানার কান্দুলী গ্রামের মোঃ নিরু মিয়ার ছেলে মোঃ রমজান আলী (২২)। 

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানার ওসি মো. কামাল হোসেনের নেতৃত্বে এসআই আব্দুল করিম, এসআই বিকাশ চন্দ্র সরকার, এসআই তপু চক্রবর্তী সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ তাদের ধাওয়া করে। এসময় ডাকাতদল গাড়ি নিয়ে ময়মনসিংহের দিকে অগ্রসর হতে থাকলে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা আটকিয়ে দিয়ে তাদের আটক করে পুলিশ। 

ওসি কামাল হোসেন জানান, গ্রেফতাকৃরা আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দির্ঘদিন তারা দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে করে আসছিলো। ডাকাতির প্রস্তুতির সময় আইনুল হক, রবিউল, তামিম, হযরত আলী ও রমজান আলী নামের ৫ ডাকাতকে আটক করতে পারলেও দৌরে পালিয়ে যায় আরও ৬/৭ জন। আটককৃতদের নামে মামলা রজু করে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

এসময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি কালো রংঙ্গের মাহেন্দ্র পিকআপ ( যাহার রেজিষ্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ন-১৭-৫০৬৯)  একটি লোহার পাইপ, একটি লোহার তালা ভাঙ্গার বেনা, একটি লোহার হাতল যুক্ত হাতুরী, একটি হ্যান্ড কাটার ও ৫০ ফুট প্লাষ্টিকের রশি উদ্ধার করা হয়।

শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

ত্রিশালে "বেলা নার্সিং কলেজ" এর শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নে 'বেলা নার্সিং কলেজ' এর আয়োজনে গত বৃহস্পতিবার দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্যদিয়ে কলেজ প্রাঙ্গনে
শিক্ষার্থীদের নবীনবরণ, বার্ষিক পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বেলা হেল্থ এন্ড এডুকেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ শামীম আহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার।
প্রধান আলোচক ছিলেন, মাস্কুলোস্কেলিটার ডিজঅর্ডারস বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ আলতাফ হোসেন সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনুজীব বিজ্ঞান ও ডিন, জীব বিজ্ঞান অনুষদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ডঃ ইকবাল কবির জাহিদ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজলে রাব্বী, শিক্ষানুরাগী ও বিশিষ্ঠ সমাজসেবক শাহ্ আহসান হাবীব বাবু, মঠবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল, বেলা হেল্থ এডুকেশন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ রোকসানা আক্তার, মফবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন মন্ডল প্রমূখ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। উল্লেখ্য- বেলা পরিবারের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান বেলা নার্সিং কলেজ বাংলাদেশে শিক্ষিত জনশক্তিকে দক্ষ ও আন্তর্জাতিক মানের নার্স তৈরির লক্ষ্যে মান সম্পন্ন শিক্ষা প্রদান করে আসছে। কলেজটি ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নে নিজস্ব ভবনে পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

ত্রিশালে চেকপোস্ট দেখে দৌড়ে পালানোর সময় বিদেশি মদ সহ দুইজন গ্রেপ্তার

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) অরিত সরকার ও অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন এর নির্দেশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর এলাকায় চেকপোস্ট চলাকালীন ১৪ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।


গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা গ্রামের নাজিমুদ্দিনের  ছেলে জাহিদুল ইসলাম (১৮) ও একই এলাকার মনির মিয়ার ছেলে আবিদ হাসান (১৯)।

বৃহস্পতিবার সকালে ত্রিশাল থানার এসআই নুরে আলম সিদ্দিক, এএসআই রিপন মিয়া সহ সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্টের সময় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।

এ বিষয়ে এসআই নুরে আলম সিদ্দিক গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তারকৃত দুইজন ময়মনসিংহের দিক থেকে ত্রিশালের দিকে আসার পথে চেকপোস্ট দেখে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সন্দেহজনক আচরণ দেখে ডিউটিরত পুলিশ সদস্যগণ দৌঁড়িয়ে ধরে তল্লাশি চালালে দুজনের সাথে থাকা কালো ব্যাগ থেকে ১৪ বোতল বিদেশী মদ জব্দ করা হয় এবং দুজনকে গ্রেফতার  করে ত্রিশাল থানায় আনা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুজনের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধিন।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, উপজেলার পৌরসভা সহ ১২টি ইউনিয়নে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। জনগণের জান মালের নিরাপত্তা সহ  সকল ধরনের অপরাধ নির্মূলে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন ত্রিশাল থানা পুলিশ।

রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে গুনীজন সম্মাননা সংবর্ধনা

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহঃ
ময়মনসিংহ শিল্পকলা একাডেমি ছায়ানট সাংস্কৃতিক সংস্থা এর ৩৯ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার (৩ ফেব্রুয়ারী ২০২৪) সন্ধ্যা ৬ ঘটিকায় ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে গুনীজন সম্মাননা সংবর্ধনা ও বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয়।প্রতিশ্রুতিশীল নারী উদ্যোক্তা হিসাবে গুণিজন সম্মাননা ও সংবর্ধনা পেলেন বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট শিবলী সাদিক খানের একমাত্র কন্যা জেনিফার সাদিক খান লজিমনি। তিনি স্বল্প সময়ে উদ্যক্তাদের নিয়ে কাজ করে নতুন উদ্যোক্তাদের স্বাবলম্বী করনের পথ প্রশস্ত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া, সুলভ মুল্যে মেলার আয়োজন করা, রান্না প্রতিযোগিতা এবং ডান্স শো ইত্যাদি নানা রকম ইভেন্টে কর্মদক্ষতার পরিচয় দেওয়ায় এই সম্মাননা প্রাপ্তি বলে জানা গেছে।এছাড়াও গুণিজন সম্মাননা দেওয়া হয়, লে:কর্নেল অব: অধ্যক্ষ ড: মো শাহবুদ্দিন, মানষ তালুকদারকে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।আয়কর দাতা ও গুণিজন সম্মাননা দেওয়া হয়েছে। সর্বোচ্চ আয়কর দাতা হিসেবে সিআইপি মাহবুব রেজা করিম মুরাদকে সম্মাননা দেওয়া হয়।এসময় প্রধান অতিথি ছিলেন মোঃ ইকরামুল হক টিটু, উদ্ভোদক ছিলেন সিআইপি মাহবুব রেজা করিম মুরাদবিশেষ অতিথি মীর কামরুল কায়েস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছায়ানট সাংস্কৃতিক সংস্থা সভাপতি শরীফ মাহফুজুল হক আপেল।অনুষ্ঠানে শিশু কিশোর শিল্পী নাট্য অভিনয় শিল্পীদের পুরস্কার বিতরণ করা হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় শিল্পীদের গান পরিবেশন এর মধ্যদিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।

ত্রিশালে তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি ...