ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশের পাঠক প্রিয় জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারী) সন্ধ্যায় ত্রিশাল উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৫২ ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান এমপি।
ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফকরুদ্দীন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার ত্রিশাল প্রতিনিধি শফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সভাপতি মাহবুবুল আলম,উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সোয়েল মাহমুদ সুমন, উপজেলা যুবলীগ নেতা তরিকুল হাসান আমির, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান রাব্বানী, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তপু,আব্দুল কাদের জিলানী, সাংগঠনিক সম্পাদক মোমিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আসাদুল ইসলাম মিন্টু, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা শবনম,আইন বিষয়ক সম্পাদক জাকিয়া বেগম,অর্থ বিষয়ক সম্পাদক সোহেল রানা,দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক সোহাগ আকন্দ, পাঠাগার বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন