বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

ত্রিশালে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম কিনলেন ১৪ জন

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম কিনলেন  ১৪ জন।

চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।

চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম কিনছেন - মোঃ ইকবাল হোসেন, আবুল কালাম মোহাম্মদ শামছুদ্দিন, মোহাম্মদ জাহিদুল ইসলাম জুয়েল সরকার, মাজহারুল ইসলাম জুয়েল, মোহাম্মদ আনোয়ার সাদাত, রাজন চন্দ্র বিশ্বাস।

ভাইস চেয়ারম্যান পদে- ইব্রাহিম খলিল নয়ন, মীর মোহাম্মদ সারোয়ার আলম, মোঃ হুমায়ুন কবির আকন্দ , মোহাম্মদ ইকবাল হোসেন, শ্রীময় মোদক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে- মাহমুদা খানম রুমা, লূৎফুন নেসা বিউটি, শিরিন ইসলাম চায়না।

শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ত্রিশালে সংঘবদ্ধ ডাকাতদলের তিন সদস্য গ্রেপ্তার

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহ জেলা সুপার, সহকারী পুলিশ সুপার ত্রিশাল সার্কেল অরিত সরকার ও অফিসার ইনচার্জ কামাল হোসেন এর দিক নির্দেশনায় ত্রিশাল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাতদলের তিন সদস্য গ্রেফতার ও ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি ও  দেশীয় অস্ত্র উদ্ধার।

পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের বাগান চেয়ারম্যান মোড় হতে তাদের কে গ্রেফতার করা হয়।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান তাদের কে বাগান চেয়ারম্যান বাড়ি মোড় হতে আটক করা হয়েছে তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য, তাদের কে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সড়ক দুর্ঘটনায় নিহত শামীম পারভেজের মৃত্যুতে এবিএম আনিছুজ্জামান এমপির শোক প্রকাশ

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা যুবলীগের তরুণ উদীয়মান নেতা শামীম পারভেজ সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ময়মনসিংহ-৭ ত্রিশাল এর সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ (এমপি)।

এক শোক বার্তায় সংসদ সদস্য  বলেন, শামীম পারভেজ আমার অত্যন্ত একজন কাছের লোক ছিল। তার পিতা আজহারুল ইসলাম আমার সাথে দীর্ঘদিন কাউন্সিলর ও প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছে। শামীম পারভেজ ছাত্রলীগ, কৃষকলীগ এবং যুবলীগের নেতৃত্ব দেওয়ার জন্য সারা ত্রিশালে একটি শৃঙ্খলাবদ্ধ সাংগঠনিক বৃত্তি  তৈরি করেছিল। 
তার অকাল মৃত্যুতে সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে। দল হারিয়েছে একজন দক্ষ উদীয়মান নেতা। আমরা হারিয়েছি সকলের  আদরের স্নেহশিষ্য। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নছিব করেন। আমিন

সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

ত্রিশালে ছাত্রলীগ নেতাদের বৃক্ষরোপণ কর্মসূচী

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও SDG আর্জনের লক্ষ্যে  বৃক্ষরোপন  কর্মসূচী আয়োজন করেছে উপজেলা ছাত্রলীগের নেতা রাশেদুল হাসান রাশেদ ও ছাত্রলীগ নেতা ইরতিজা রিয়ন।

সোমবার বিকেলে ময়মনসিংহ -৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংসদীয়  স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ  এমপির বাসভবন এলাকায় এই আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার তানিয়া রহমান, উপজেলা কৃষকলীগ সভাপতি মাহাবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস মোরশেদ সোহান,  সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সোয়েল মাহমুদ সুমনসহ শতাধিক  উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে  গাছের চারা রোপন  ও ৫শতাধিক ফলজ, বনজ ও  ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

ত্রিশালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৪ এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন দুখুমিয়া শিশু পার্কে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণী সম্পদ অধিদপ্তর (ডিএলএস) এর সহযোগীতায় উপজেলা প্রাণীসস্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক বাস্তবায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান (এমপি)।

উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসস্পদ অফিসার ডা. নাজনীন সুলতানা। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শহিদুল ইসলাম স্বপন, উপজেলা কৃষকলীগ সভাপতি মাহবুবুল আলম, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি সোয়েল মাহমুদ সুমন।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফকরুদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিভাগীয়, জেলা ও উপজেলা কর্মকর্তা কর্মচারী, খামারিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

ত্রিশালে জিলানী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
জমিজমা নিয়া পূর্ব বিরোধের জের ধরে ত্রিশাল উপজেলার খাগাটি ঈদগাহ বাজার মোড়ে পূর্ব পাশে আব্দুল কাদের জিলানী পৌছামাত্রই পূর্ব পরিকল্পিতভাবে ওৎপেতে থাকা গ্রেপ্তারকৃত আসামীগনসহ অজ্ঞাতনামা আসামীরা জিলানীকে পেয়ে গুরুতর আঘাত করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার  জিলানীকে মৃত ঘোষনা করেন।

নিহত জিলানীর স্ত্রী মোসাম্মৎ সেলিনা আক্তার বাদী হয়ে ত্রিশাল থানায় অভিযোগ দায়ের করলে ত্রিশাল মামলা নং-১২, তারিখ-০৭/০৪/২০২৪ ইং ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড রুজু হয়।

মামলাটি রুজু হওয়ারপর ময়মনসিংহ পুলিশ সুপার মামলাটির তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখাকে ন্যাস্ত করেন।
মামলাটি ডিবিতে ন্যাস্ত করার পর ডিবির অফিসার ইনচার্জ ফারুক হোসেন মামলাটি তদন্তের জন্য এসআই (নিঃ) পরিমল চন্দ্র সরকার পিপিএমকে তদন্তের জন্য নির্দেশ করেন।

ডিবির অফিসার ইনচার্জ এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) পরিমল চন্দ্র সরকার অভিযান পরিচালনা করে (১৫ এপ্রিল) রাতে ত্রিশাল উপজেলার বালিপাড়া বাজার এলাকা থেকে  আসামী- হারুন অর রশিদ (৩৪) ও আনোয়ার হোসেন (২৫) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ (১৬ এপ্রিল)  বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

ঘটনায় জড়িত অপরাপর পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

ত্রিশালে জি আর প্রকল্পের ঢেউটিন ও চেক বিতরণ

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে মানবিক সহায়তা জি আর প্রকল্পের গৃহ নির্মাণের জন্য ঢেউটিন ও চেক বিতরণ করলেন ময়মনসিংহ ৭ ত্রিশাল থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান এমপি।

মঙ্গলবার বিকেলে  উপজেলা পরিষদ চত্বরে  বিতরণী উদ্বোধন করা হয়।

এসময়  উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ফজলে রাব্বী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার তানিয়া রহমান, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি সোহেল মাহমুদ সুমন,সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন,  উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির আহমেদ সানি ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফকরুদ্দীন আহমেদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বিতরণী অনুষ্ঠানে জি আর প্রকল্পের ৫০ বান ঢেউটিন ও  দেড় লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এর মাঝে ৩৫ জন হতদরিদ্র, ৫টি মসজিদ , ২টি ক্লাব ও ২টি মন্দিরের জন্য প্রতি বান ঢেউটিনে ৩ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়েছে।

ত্রিশালে তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি ...