মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে মানবিক সহায়তা জি আর প্রকল্পের গৃহ নির্মাণের জন্য ঢেউটিন ও চেক বিতরণ করলেন ময়মনসিংহ ৭ ত্রিশাল থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান এমপি।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বিতরণী উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ফজলে রাব্বী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার তানিয়া রহমান, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি সোহেল মাহমুদ সুমন,সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির আহমেদ সানি ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফকরুদ্দীন আহমেদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বিতরণী অনুষ্ঠানে জি আর প্রকল্পের ৫০ বান ঢেউটিন ও দেড় লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এর মাঝে ৩৫ জন হতদরিদ্র, ৫টি মসজিদ , ২টি ক্লাব ও ২টি মন্দিরের জন্য প্রতি বান ঢেউটিনে ৩ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন