ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৪ এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন দুখুমিয়া শিশু পার্কে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণী সম্পদ অধিদপ্তর (ডিএলএস) এর সহযোগীতায় উপজেলা প্রাণীসস্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক বাস্তবায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান (এমপি)।
উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসস্পদ অফিসার ডা. নাজনীন সুলতানা। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শহিদুল ইসলাম স্বপন, উপজেলা কৃষকলীগ সভাপতি মাহবুবুল আলম, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি সোয়েল মাহমুদ সুমন।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিন্টু, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফকরুদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিভাগীয়, জেলা ও উপজেলা কর্মকর্তা কর্মচারী, খামারিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন