বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

প্রাইভেটকারে করে ছাগল চুরি, ত্রিশালে তিন চোর আটক

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশালে প্রাইভেটকারসহ তিন ছাগল চোরকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। আটককৃতদের গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানাযায়, মঙ্গলবার সকালে উপজেলার গোপালপুর চরখিবাড়ি এলাকার নজরুল ইসলাম তার দুটি খাসি ছাগল ঈদগাহ মাঠ সংলগ্ন ঘাস খাওয়ার জন্য পাটক্ষেতের পাশে রেখে আসে। পরে দুপুরে গিয়ে তিনি দেখেন তার দুটি খাসি ছাগল তিনজন ব্যাক্তি একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ,২৩-২৩৮৬) তুলে নিয়ে চলে যাচ্ছে। তার ডাক-চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে প্রাইভেটকারটিকে বগার বাজার চৌরাস্তা এলাকায় জনতা ঘিরে ফেলে। খবর পেয়ে টহল পুলিশের এস.আই মুঞ্জুরুল হক সঙ্গীয় ফৌর্স এস. আই বিল্লাল হোসেনকে নিয়ে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বান্ডাবর গ্রামের আঃ ছালামের ছেলে পিয়াল (২০), নেত্রকোনা জেলার মদন উপজেলার বোশজানি গ্রামের মৃত টিপু মিয়ার ছেলে আরমান (১৯) ও ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামের গ্রামের আঃ রহিমের ছেলে সজিব (১৯) আটক করে এবং প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে এবং তাদের কাছ থেকে নগদ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের  বুধবার দুপুরে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। তিনি আরো জানান, প্রাথমিক ভাবে তারা স্বীকার করেছে যে মোবাইল ক্রয় এবং বিড়ানি খাওয়ার জন্য তারা খাসি দুটি চুরি করেছে।

সোমবার, ২১ আগস্ট, ২০২৩

ভালুকায় প্রিমিয়ার এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ
প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তিতে আজ  ভালুকা উপজেলার ভরাডোবা নতুন বাসস্ট্যান্ডে  ভালুকা শাখার অধীনে,  প্রিমিয়ার ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শুভ উদ্বোধন করা হয়েছে। 

বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নেক্সট প্রোডাক্ট কোম্পানি দীর্ঘদিন ধরে উদ্যোগতা তৈরি করে যাচ্ছে। 
তাদের কার্যক্রম আরো গতিশীল করতে  কোম্পানি প্রিমিয়ার ব্যাংকের  এজেন্টশীপ গ্রহন করে।

  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের শুভ উদ্বোধন করেন  ভালুকার সাংসদ আলহাজ্ব কাজীম উদ্দিন  আহমেদ ধনু।

অনুষ্ঠানে  প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেড অফ এজেন্ট ব্যাংকিং ডিভিশন আহসান উল  আলম।

নেক্সট প্রোডাক্ট কোম্পানির ম্যানেজিং  ডিরেক্টর মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদার, ভালুকা শাখা ব্যবস্থাপক ফরহাদ ইফতেখার। বিশিষ্ট আওয়ামী লীগ নেতা   ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এন এস টিআই এর চেয়ারম্যান এম বাশার,নেক্সট প্রোডাক্ট কোম্পানির আর এসএম মোফাজ্জল  হোসেন মনির।
সিনিয়র মার্কেটিং ম্যানেজার ইলিয়াস কবি,খোরশেদ আলম ও বোরহান উদ্দিন।
এসময় বিভিন্ন  রাজনৈতিক দলের নেতৃবৃন্দ  ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

ত্রিশাল হেল্পলাইন এর সভাপতি ফয়সাল ও সাধারণ সম্পাদক শাকিল

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক গ্রুপ "ত্রিশাল হেল্পলাইন" এর ৫ম কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। গত ৫ আগস্ট ২০২৩ ইং তারিখ ত্রিশাল হেল্পলাইন এর নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিনা প্রতিদ্বন্দীতায় ফয়সাল আহমেদ সভাপতি, মো: শাকিল আহমেদ সাধারণ সম্পাদক এবং এম জামান আশিক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সোলাইমান হাসান তন্ময়। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এক প্রেসবিজ্ঞপ্তিতে  পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। উল্লেখ্য ৪র্থ কার্যনির্বাহী পরিষদের সভাপতি ছিলেন মোঃ খাইরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ছিলেন এম.এ.এ মানিক।

৫ম কার্যনির্বাহী পরিষদ এর পূর্ণাঙ্গ কমিটির- সভাপতি: ফয়সাল আহমেদ, সহ সভাপতি: সোলাইমান হাসান তন্ময়, আব্দুল্লাহ-আল মামুন,মো: তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক: মো: শাকিল আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সজিব,কামরুল হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক: এম জামান আশিক, সহ সাংগঠনিক সম্পাদক: ফরিদ আহমেদ, অর্থ সম্পাদক: শেখ জেসমিন ফেরদৌস (ঝুমা), সহ অর্থ সম্পাদক: মো: মোস্তাকিম বিল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক: জান্নাতুল নাঈম, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো: তামিম হোসেন, দপ্তর সম্পাদক: সাকিব আকন্দ, উপ দপ্তর সম্পাদক: আব্দুলাহ আল রনি, শিক্ষা ও গবেষণা সম্পাদক: মো: ইমামুল হাসান রিয়াদ, উপ শিক্ষা ও গবেষণা সম্পাদক: জাহিদুল ইসলাম জিহাদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক: হিজবুল্লাহ নিশাত, উপ ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক: মোবায়েত আলম ছোটন, সমাজকল্যাণ সম্পাদক: অনন্ত আচার্য
তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মো: মাহবুব আলম, উপ তথ্য ও প্রযুক্তি সম্পাদক: ইমরান হোসেন, আইন ও সহায়তা সম্পাদক: শামীম ইসতিয়াক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এস এন ইমান, উপ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: মো: রুবেল, নারী ও শিশু সম্পাদক: ইসরাত জাহান রিমু, উপ নারী ও শিশু সম্পাদক: সাদিয়া আফরিন সুরভী, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক: মাসুম আহমেদ

কার্যনির্বাহী পরিষদ সদস্যরা হলেন- মো: আবুল মুনসুর, মো: খাইরুল ইসলাম, আজহারুল আমীন সবুজ, আসাদুজ্জামান নূর
এম.এ.এ মানিক

ত্রিশালে জাতীয় শোক দিবসের আলোচনা প্রশ্নোত্তর প্রতিযোগীতা সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু শিশু একাডেমীর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা প্রশ্নোত্তর প্রতিযোগীতার আয়োজন করেছে ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু  শিশু একাডেমী। 

শনিবার সকালে ত্রিশালের নজরুল অডিটোরিয়াম ১৮ শত স্কুল/ মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের প্রতিযোগীতায় অংশগ্রহন করানো হয় এতে ১২০ জন বিজয়ী ছাত্র /ছাত্রীকে বিজয়ী ঘোষণা করে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়, এই উপলক্ষ্যে কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ত্রিশাল পৌরসভার মেয়র ময়মনসিংহ জেলা  বঙ্গবন্ধু শিশু একাডেমীর কার্যকরী কমিটির সভাপতি আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
সঞ্চালনায় ছিলেন জেলা বঙ্গবন্ধু শিশু একাডেমীর সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সরকার।

 প্রধান অতিথি ছিলেন,ময়মনসিংহ  জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম, বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম সামছুদ্দিন, সাধারণ সস্পাদক ইকবাল হোসেন।
 প্রধান আলোচক ছিলেন, জেলা বঙ্গবন্ধু শিশু একাডেমীর সভাপতি  অধ্যাপক দিলরুবা শারমিন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হামিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাবেক যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ নেতা হারুন আর রশিদসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও  সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

রবিবার, ২৩ জুলাই, ২০২৩

ত্রিশালে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের উদ্যোগে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি পালনে আলোচনা সভা রেলি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) ত্রিশাল হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এএনএম শোভা মিয়া আকন্দ,  উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ সহ বিভাগীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীরমুক্তিযোদ্ধা ও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার ব্যক্তিবর্গ।

মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

হারিয়ে যাওয়া অসুস্থ বৃদ্ধকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন ত্রিশাল থানার ওসি

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
হারিয়ে যাওয়া অসুস্থ বৃদ্ধকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন ত্রিশাল থানা পুলিশ

হারিয়ে যাওয়া অসুস্থ্য এক বৃদ্ধকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাঈন উদ্দিন। সোমবারে ওই বৃদ্ধের স্বজনদের কাছে তুলে দেন ওসি।

সোমবার (০৩ জুলাই) ত্রিশাল পৌরসভার ৯ নং ওয়ার্ড এলাকায় ঐ অসুস্থ্য ঐ বৃদ্ধকে ঘোরাফেরা করতে দেখাগেলে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঐ ৮০ বছরের বৃদ্ধকে থানায় নিয়ে আসে।

পরে Trishal Thana নামের ফেইসবুক আইডিতে প্রচার করলে মূহুর্তেই তা ছড়িয়ে পড়ে। ওসি মাঈন উদ্দিন ব্যাক্তিগত ভাবে বিভিন্ন জায়গায় যোগাযোগও করেন পরে বৃদ্ধের পরিবারের সন্ধান মেলে,  হারিয়ে যাওয়া ৮০ বছরের বৃদ্ধকে তার পরিবারের লোকজনদের কাছে ফিরিয়ে দেয়া হয়। তিনি সিবিএমসি থেকে হাটতে হাটতে চলে এসেছিলেন ত্রিশাল পৌরসভার ৯নং ওয়ার্ডে। তার বাড়ী গফরগাঁও থানা এলাকায়।

বৃদ্ধকে পরিবারের বিছে হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন, ত্রিশাল থানার এসআই মঞ্জুরুল হক ও মোঃ আনিস।

ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন বলেন,
পথহারা ওই অসুস্থ্য  বৃদ্ধকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পেরেছি। পুলিশের পক্ষ থেকে এই ধরনের মানবিক কাজ অব্যাহত রয়েছে। সকল নাগরিকের সহযোগীতায় সর্বদা প্রস্তুত রয়েছে পুলিশ।

ত্রিশালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা পদক দিলেন মেয়র আনিছ

নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যলয়ে অধ্যায়নরত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও সম্মাননা পদক দিলেন, ত্রিশালের শীর্ষ জনপ্রিয় নেতা পৌরসভার জননন্দিত মেয়র ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৭ ত্রিশাল আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।

সোমবার সকালে পৌরসভা হলরুমে এই  আয়োজন করা হয়। 
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় নজরুল বিশ্ববিদ্যালয়,  মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে মেয়র আনিছ বলেন ,  তোমরাই আমাদের আহংকার আগামী দিন গুলোতে  তাকিয়ে আছি আমরা তোমাদের সফলতার দিকে। তোমাদের সফলতা আগামী প্রজন্ম সুফল পাবে। তোমরা এগিয়ে যাও স্বপ্ন পূরণ করতে দেশের কাজে তোমাদের কাছে দায়িত্ব আসবে আগামী দিনে। ২০২৩ সালে তোমাদের সামনে দাঁড়িয়ে  আমি আনন্দিত ও গর্বিত।  আমি অতীতে তোমাদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো। প্রতি বছর তোমাদের নিয়ে একত্রিত হয়ে তোমাদের খোঁজ খবর নিবো তোমরাই ত্রিশালের অহংকার এবং আগামী দিনের ভবিষ্যৎ। পরে ছাত্র-ছাত্রীদের মাঝ থেকে মেয়র আনিছকে এমপি হিসেবে দেখতে চাই স্লোগানে স্লোগানে মুখরিত করে পৌরসভা হলরুম।

ত্রিশালে তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি ...