শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

ত্রিশালে জাতীয় শোক দিবসের আলোচনা প্রশ্নোত্তর প্রতিযোগীতা সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু শিশু একাডেমীর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা প্রশ্নোত্তর প্রতিযোগীতার আয়োজন করেছে ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু  শিশু একাডেমী। 

শনিবার সকালে ত্রিশালের নজরুল অডিটোরিয়াম ১৮ শত স্কুল/ মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের প্রতিযোগীতায় অংশগ্রহন করানো হয় এতে ১২০ জন বিজয়ী ছাত্র /ছাত্রীকে বিজয়ী ঘোষণা করে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়, এই উপলক্ষ্যে কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ত্রিশাল পৌরসভার মেয়র ময়মনসিংহ জেলা  বঙ্গবন্ধু শিশু একাডেমীর কার্যকরী কমিটির সভাপতি আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
সঞ্চালনায় ছিলেন জেলা বঙ্গবন্ধু শিশু একাডেমীর সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সরকার।

 প্রধান অতিথি ছিলেন,ময়মনসিংহ  জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম, বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম সামছুদ্দিন, সাধারণ সস্পাদক ইকবাল হোসেন।
 প্রধান আলোচক ছিলেন, জেলা বঙ্গবন্ধু শিশু একাডেমীর সভাপতি  অধ্যাপক দিলরুবা শারমিন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হামিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাবেক যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ নেতা হারুন আর রশিদসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও  সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ত্রিশালে তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি ...