শুক্রবার, ৩০ জুন, ২০২৩

দারুচিনির বহুগুণ যা আমাদের অজানা

নিজস্ব প্রতিবেদকঃ

হাজার মশালার মধ্যে দারচিনি খুবই পরিচিত এবংঅধিক ব্যবহৃত একটি সুস্বাদু সুগন্ধি যুক্ত মশালা। আমরা নানা প্রকার দামী ও সুস্বাদু  খাবার তৈরিতে এটি ব্যবহার করে থাকি। কিন্তু এর গুন গুলো আমাদের অজানা।

এমন লোক আছেন কি যারা দারুচিনি গন্ধ পছন্দ করেন না ? দারুচিনির পাতা  সুস্বাদু রুটি এবং কেক তৈরিতে ব্যবহার হয়।উপরন্তু, দারচিনি রক্তে শর্করার মাত্রা এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। এর ফলে লিঙ্গের রক্তনালীগুলো সুস্থ থাকে। এই উভয় উপাদান ইরেকশন এবং যৌন কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে, গবেষণায় বলা হয়েছে।  নতুন গবেষণা বলা হয় যে দারুচিনির স্বাদ এবং গন্ধ পুরুষের যৌনাঙ্গের কার্যকারিতায় সাহায্য করে। এই সুগন্ধির গন্ধ লিঙ্গের রক্ত প্রবাহ ২০ শতাংশ বৃদ্ধি করে। গন্ধ মানুষের মেজাজের পরিবর্তন এবং এই রক্ত প্রবাহের জন্য দায়ী।

দারচিনিকে খাদ্য এবং সুগন্ধি হিসেবে ব্যবহার করা পুরুষদের বয়সের সাথে অনেক যৌন সমস্যার একটি সমাধান। বিশেষজ্ঞরা বলছেন, যাঁরা ডেটে যান, তাঁরা দারচিনির স্বাদের সঙ্গে দারচিনির মোমবাতি ব্যবহার করতে পারেন।  গবেষকরা বলছেন যে দারচিনি ভবিষ্যতে দরিদ্রদের ভায়াগ্রা নামে পরিচিত হতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ত্রিশালে তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি ...