ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বিশ্ব মা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর ক্ষদ্রঋণের চেক বিতরণ।
রবিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ এর সভাপতিত্বে মা দিবসের আলোচনা সভা ও চেক বিতরণ করা হয়।
প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান এমপি।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভুমি) ত্রিশাল মাহবুবুর রহমান, স্বাগত বক্তা ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা।
আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ উপদেষ্টা ফজলে রাব্বী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ, বৈলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুশিহুর রহমান শাহানশাহ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজা আকন্দ, ত্রিশাল উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শহিদুল ইসলাম স্বপন, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি সোয়েল মাহমুদ সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছাব্বির আহমেদ ছানী, যুবনেতা আমির আহমেদ, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফকরুদ্দীন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভাশেষে ত্রিশালের জয়িতা পুরস্কার প্রাপ্ত আনারকলি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং
১৭জন মহিলাকে ২৫হাজার টাকার আত্মকর্মসংস্থানের জন্য ঋনের চেক বিতরণ করা হয়।