রবিবার, ১২ মে, ২০২৪

ত্রিশালে বিশ্ব মা দিবসে আলোচনা সভা ও চেক বিতরণ

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বিশ্ব মা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর ক্ষদ্রঋণের চেক বিতরণ।

রবিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ এর সভাপতিত্বে  মা দিবসের আলোচনা সভা ও চেক বিতরণ  করা হয়। 

প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান এমপি। 

বিশেষ অতিথি ছিলেন,  উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভুমি) ত্রিশাল মাহবুবুর রহমান, স্বাগত বক্তা ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা।

আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ উপদেষ্টা  ফজলে রাব্বী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ, বৈলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুশিহুর রহমান শাহানশাহ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজা আকন্দ, ত্রিশাল উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শহিদুল ইসলাম স্বপন, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি সোয়েল মাহমুদ সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছাব্বির আহমেদ ছানী, যুবনেতা আমির আহমেদ, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফকরুদ্দীন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভাশেষে ত্রিশালের জয়িতা পুরস্কার প্রাপ্ত আনারকলি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং
১৭জন মহিলাকে ২৫হাজার টাকার আত্মকর্মসংস্থানের জন্য ঋনের চেক বিতরণ করা হয়।

ত্রিশালে আন্তর্জাতিক নার্স দিবসে র‌্যালী ও আলোচনা সভা

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
আধুনিক নার্সিং স্বাস্থ্য পরিচর্যার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন ও আন্তর্জাতিক নার্স দিবসে বেলা নার্সিং কলেজের উদ্যোগে ত্রিশালে র‌্যালী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি-নার্সিং সেবায় ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল স্তরের নার্স, কর্মকর্তা ও বেলা নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে রবিবার (১২ মে) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নার্সিং সুপার ভাইজার সেলিনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সিনিয়র স্টাফ (নার্স) জহুরা নারগিস আক্তার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পাবলিক হেলথ্ নার্স এর সহকারী ইসমাইল হোসেন, বেলা নার্সিং কলেজ এর পরিচালক শহিদুল আলম স্বপন, অধ্যক্ষ একেএম আব্দুল করিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নার্সিং ইনচার্জ কামরুন নাহার প্রমূখ।

শনিবার, ১১ মে, ২০২৪

ত্রিশালে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন আনিছুজ্জামান এমপি

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশালে শিলাবৃষ্টিতে ৬টি ইউনিয়নে বীর মৃক্তিযোদ্ধা সহ ৫ হাজার জনগণের বসতবাড়ি ও ফসলের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ত্রিশালের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবিএম আনিছুজ্জামান (এমপি)। শনিবার দুপুরে ৬নং ত্রিশাল ইউনিয়ন সহ আরো কয়েকটি এলাকা পরিদর্শন করেন তিনি।

গত (৫মে) দিবাগত রাতে উপজেলার ত্রিশাল ইউনিয়ন সহ কয়েকটি এলাকায় শিলাবৃষ্টির কারণে বসতবাড়ি ও ফসলের মাঠের ব্যাপক ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা পূনর্বাসন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, ৬নং ত্রিশাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদ আমিন, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফকরুদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সম্মানিত সদস্য জহিরুল কাদের কবির, সাংগঠনিক সম্পাদক মোমিন তালুকদার, এশিয়ান টেলিভিশন এর প্রতিনিধি তাসলিমা রত্না, এসএফ টিভি ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল হাসান ফরহাদ, জাগ্রত টিভির পরিচালক সোহেল রানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান (এমপি) বলেন, আমার ত্রিশাল উপজেলায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কথা আমি সংসদে উপস্থাপন করেছি এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে বিষয়টি বিবেচনাধীন আছে, আপাতত ডিসির সাথে কথা বলে যাদের বেশি ক্ষয় ক্ষতি হয়েছে । তাদের ঘর নির্মাণের জন্য ঢেউটিনের ব্যবস্থা করে দেয়া হবে। পরবর্র্তী সময়ে আবাদি ফসলের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক প্রণোদনা দেয়ার আশ্বাস দেন।

রবিবার, ৫ মে, ২০২৪

ত্রিশালে সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান এর অফিস উদ্বোধন

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলাবাসীর জনগণের সেবা দিতে, সরাসরি জনগনের সাথে কথা বলতে এবং এলাকার নানা ধরণের সমস্যাগুলো যাতে জনগন কারো মাধ্যম ছাড়াই এমপির সাথে কথা বলতে পারে এ কথা চিন্তা করে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেন চেয়ারম্যান প্লাজা (মেয়র মার্কেট) এর দ্বিতীয় তলায় শুক্রবার বিকেলে নিজস্ব অফিস এর শুভ উদ্বোধন করলেন, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান (এমপি)।

আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অফিস উদ্বোধন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজলে রাব্বী, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, উপজেলা  যুবলীগ, কৃষকলীগ, জাতীয় শ্রমিকলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান (এমপি) বলেন, জনগণ আমাকে ভোট দিয়েছে তাই আমি এমপি হয়েছি মহান সংসদে কথা বলার সুযোগ পাচ্ছি। আর এ উপজেলার জনগণের সমস্যাগুলো দেখার দায়িত্ব আমার।  এলাকার সমস্যাগুলো নিয়ে জনগণ যাতে সহজেই আমার কাছে এসে বলতে পারে সে জন্যই জনগণের জন্যই এ অফিস তৈরি করেছি, সকল শ্রেণী পেশার মানুষ কারো মাধ্যম ছাড়াই আমার কাছে চলে আসবে। আমি জনগনের সাথে  সরাসরি কথা বলবো, সমস্যার কথাগুলো শুনবো। এলাকার  উন্নয়ন বিষয়গুলো এই অফিসে জনগন সরাসরি আমাকে অবগত করবে এবং ধারণা দিবে আমি মহান সংসদে উপস্থাপন করবো।
ইতিমধ্যই জাতীয় সংসদে ত্রিশাল হাসপাতাল, ইউনিয়ন ভুমি অফিস, পুলিশ ফাঁড়ি নিয়ে কথা বলেছি। বিষয়গুলো জনগুরুত্বপূর্ণ  ছিল সরকার দ্রুত মন্জুর করে জনগনের চাহিদা পূরণ করেছে।

তিনবার পৌরসভার মেয়র ছিলাম জনসেবায় যেভাবে আপনাদের চাহিদা পূরণ করতে পেরেছি ঠিক সেভাবেই সংসদ সদস্য হিসেবে আপনাদের সেবা করে যাব। ত্রিশালের একটি মানুষও আমার কাছে এসে ফেরত যাবে না, যা ন্যায় সেটাকেই প্রাধান্য দেওয়া হবে।  জনগণের দায়িত্ব নিয়ে জনসেবা করায় আমার মূল ধর্ম।

তিনি আরো বলেন, আমি ছাত্র  রাজনীতি থেকে শুরু করে আজকের এই অবস্থান আসার আগ পর্যন্ত ত্রিশাল উন্নয়নের লড়াই করেই আসছিলাম। আজ উন্নয়ের লড়াই জনগন নিয়েই করবো। যাতে আধুনিক একটা ত্রিশাল প্রতিষ্ঠিত হয়।

বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

ত্রিশালে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম কিনলেন ১৪ জন

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম কিনলেন  ১৪ জন।

চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।

চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম কিনছেন - মোঃ ইকবাল হোসেন, আবুল কালাম মোহাম্মদ শামছুদ্দিন, মোহাম্মদ জাহিদুল ইসলাম জুয়েল সরকার, মাজহারুল ইসলাম জুয়েল, মোহাম্মদ আনোয়ার সাদাত, রাজন চন্দ্র বিশ্বাস।

ভাইস চেয়ারম্যান পদে- ইব্রাহিম খলিল নয়ন, মীর মোহাম্মদ সারোয়ার আলম, মোঃ হুমায়ুন কবির আকন্দ , মোহাম্মদ ইকবাল হোসেন, শ্রীময় মোদক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে- মাহমুদা খানম রুমা, লূৎফুন নেসা বিউটি, শিরিন ইসলাম চায়না।

শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ত্রিশালে সংঘবদ্ধ ডাকাতদলের তিন সদস্য গ্রেপ্তার

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহ জেলা সুপার, সহকারী পুলিশ সুপার ত্রিশাল সার্কেল অরিত সরকার ও অফিসার ইনচার্জ কামাল হোসেন এর দিক নির্দেশনায় ত্রিশাল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাতদলের তিন সদস্য গ্রেফতার ও ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি ও  দেশীয় অস্ত্র উদ্ধার।

পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের বাগান চেয়ারম্যান মোড় হতে তাদের কে গ্রেফতার করা হয়।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান তাদের কে বাগান চেয়ারম্যান বাড়ি মোড় হতে আটক করা হয়েছে তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য, তাদের কে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সড়ক দুর্ঘটনায় নিহত শামীম পারভেজের মৃত্যুতে এবিএম আনিছুজ্জামান এমপির শোক প্রকাশ

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা যুবলীগের তরুণ উদীয়মান নেতা শামীম পারভেজ সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ময়মনসিংহ-৭ ত্রিশাল এর সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ (এমপি)।

এক শোক বার্তায় সংসদ সদস্য  বলেন, শামীম পারভেজ আমার অত্যন্ত একজন কাছের লোক ছিল। তার পিতা আজহারুল ইসলাম আমার সাথে দীর্ঘদিন কাউন্সিলর ও প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছে। শামীম পারভেজ ছাত্রলীগ, কৃষকলীগ এবং যুবলীগের নেতৃত্ব দেওয়ার জন্য সারা ত্রিশালে একটি শৃঙ্খলাবদ্ধ সাংগঠনিক বৃত্তি  তৈরি করেছিল। 
তার অকাল মৃত্যুতে সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে। দল হারিয়েছে একজন দক্ষ উদীয়মান নেতা। আমরা হারিয়েছি সকলের  আদরের স্নেহশিষ্য। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নছিব করেন। আমিন

ত্রিশালে তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি ...