আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অফিস উদ্বোধন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফজলে রাব্বী, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, উপজেলা যুবলীগ, কৃষকলীগ, জাতীয় শ্রমিকলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান (এমপি) বলেন, জনগণ আমাকে ভোট দিয়েছে তাই আমি এমপি হয়েছি মহান সংসদে কথা বলার সুযোগ পাচ্ছি। আর এ উপজেলার জনগণের সমস্যাগুলো দেখার দায়িত্ব আমার। এলাকার সমস্যাগুলো নিয়ে জনগণ যাতে সহজেই আমার কাছে এসে বলতে পারে সে জন্যই জনগণের জন্যই এ অফিস তৈরি করেছি, সকল শ্রেণী পেশার মানুষ কারো মাধ্যম ছাড়াই আমার কাছে চলে আসবে। আমি জনগনের সাথে সরাসরি কথা বলবো, সমস্যার কথাগুলো শুনবো। এলাকার উন্নয়ন বিষয়গুলো এই অফিসে জনগন সরাসরি আমাকে অবগত করবে এবং ধারণা দিবে আমি মহান সংসদে উপস্থাপন করবো।
ইতিমধ্যই জাতীয় সংসদে ত্রিশাল হাসপাতাল, ইউনিয়ন ভুমি অফিস, পুলিশ ফাঁড়ি নিয়ে কথা বলেছি। বিষয়গুলো জনগুরুত্বপূর্ণ ছিল সরকার দ্রুত মন্জুর করে জনগনের চাহিদা পূরণ করেছে।
তিনবার পৌরসভার মেয়র ছিলাম জনসেবায় যেভাবে আপনাদের চাহিদা পূরণ করতে পেরেছি ঠিক সেভাবেই সংসদ সদস্য হিসেবে আপনাদের সেবা করে যাব। ত্রিশালের একটি মানুষও আমার কাছে এসে ফেরত যাবে না, যা ন্যায় সেটাকেই প্রাধান্য দেওয়া হবে। জনগণের দায়িত্ব নিয়ে জনসেবা করায় আমার মূল ধর্ম।
তিনি আরো বলেন, আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকের এই অবস্থান আসার আগ পর্যন্ত ত্রিশাল উন্নয়নের লড়াই করেই আসছিলাম। আজ উন্নয়ের লড়াই জনগন নিয়েই করবো। যাতে আধুনিক একটা ত্রিশাল প্রতিষ্ঠিত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন