সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

ত্রিশালের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান কে সাখুয়ায় নাগরিক সংবর্ধনা

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ কে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (২১শে জানুয়ারি) বিকেলে আখরাইল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা দেয়া হয়‌।
রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শিক্ষার্থী সহ হাজারো কর্মী-সমর্থক ফুল ছিটিয়ে, গলায় মালা পরিয়ে তাকে বরণ করে নেন। 

অনুষ্ঠানে সাখুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক আব্দুল মতিন বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, ত্রিশাল পৌরসভার তিনবারের সাবেক সফল মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
স্বাগত বক্তা ছিলেন, সাখুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির সরকার।

ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুছ ছাত্তার ফকির এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইব্রাহিম খলিল নয়ন, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার, উপজেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক রমজান আলী,    সাখুয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক তালুকদার, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সভাপতি সোয়েল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহজাহান কবীর, উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা তরিকুল ইসলাম আমির, নজরুল বিশ্ব বিদ্যালয়ের সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা ও কর্মকর্তা পরিষদের কোষাধ্যক্ষ এইচ এম এরশাদ প্রমূখ।

এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সুধিসমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সর্বস্তরের জনগণ।


বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

ত্রিশালে মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশালে আড়াইশত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ লক্ষে বৃহস্পতিবার ইউএনও মুক্তমঞ্চে জেলা মুক্তিযোদ্ধা পুনবার্সন সংস্থার আয়োজনে এবং সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ.বি.এম আনিছুজ্জামান আনিছ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আঃ আলিম, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খান, বীর মুক্তিযোদ্ধা ফজলুল কবির, বীর মুক্তিযোদ্ধ আঃ আউয়াল, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রমুখ।

ত্রিশালে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশালে বৃহস্পতিবার  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে সরকারি নজরুল একাডেমি মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান। উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সহকারি কমিশনার (ভূমি) এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। খেলায় সরকারি নজরুল একাডেমি চ্যাম্পিয়ন হয়।

রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

ত্রিশাল ইউনিয়ন পরিষদে টিসিবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ৬নং ত্রিশাল ইউনিয়ন পরিষদে স্বল্প আয়ের মানুষের মাঝে ন্যায্য মূল্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিতরণ শুরু হয়েছে।টিসিবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসাইন ও তার সহযোগীদের বিরুদ্ধে।
১৪ই জানুয়ারি (রবিবার) সকাল থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে টিসিবি কার্ড বিতরণ শুরু হয়।
উপকারভোগীদের অভিযোগ কার্ড প্রতি ১হজার টাকা নেওয়া হয়েছে।যারা টাকা দিতে পারেনি তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।অপরদিকে যাদের তালিকায় নাম রয়েছে তাদের কাছ থেকে পূণরায় কার্ড প্রতি ৫০টাকা করে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপকারভোগীরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে, ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসাইন বলেন,আমরা কারো কাছ থেকে কার্ডের জন্য টাকা নেয়নি।এটি রাজনৈতিক প্রতিহিংসার কারনে মিথ্যা অভিযোগ দিচ্ছে।

শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

ত্রিশালের নতুন এমপি কে গণ সংর্বধনা দিলেন ধানীখোলা,বৈলর ও কাঁঠাল ইউনিয়ন

ফকরুদ্দীন  আহমেদ, নিজস্ব প্রতিবেদকঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫২ ময়মনসিংহ ৭ ত্রিশাল থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছকে ত্রিশাল পৌরসভা জনগণ গণ সংর্বধনা দেওয়ার পর শনিবার দিনব্যাপী গণসংর্বধনার আয়োজন করেন ১নং ধানীখোলা ইউনিয়ন, ২নং বৈলর ইউনিয়ন ও ৩নং কাঁঠাল ইউনিয়ন। এতে  স্ব-স্ব ইউপি চেয়ারম্যানগন সভাপতিত্ব করেন। বক্তব্য রেখেছেন, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা কৃষকলীগ, যুবলীগ, জাতীয়  শ্রমিকলীগ,যুব মহিলালীগ সাবেক ছাত্রলীগসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ। সংর্বধনা অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য বলেন, আমি এলাকার উন্নয়ন করার জন্য এমপি হয়েছি কারো কোন প্রয়োজনে কোন মাধ্যম ছাড়াই আমার কাছে চলে আসবেন কাজ করে দিবো। তিনি আরো বলেন , ত্রিশালকে স্মাট ত্রিশাল করতে হলে সবাইকে স্মাট হতে হবে এর জন্য প্রথম প্রয়োজন আমাদের যুব সমাজকে নেশা মুক্ত করতে হবে তাই আগামী ১ মাসের মধ্য প্রশাসনকে অবগত করছি যাতে ত্রিশালের কোন মাদকের আস্থানা না থাকে।তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন করতে প্রয়োজনে দেশের বাহির থেকে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করবো, ধর্মীয় প্রতিষ্ঠান গুলো আগামী ৫ বছরের মধ্য উন্নয়ন করে শেষ করবো। ৩ বছরের মধ্য যেন ত্রিশালের সকল এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হয় সে বিষয়ে সর্বোচ্চ শ্রম দিয়ে যাবো। যারা আমাকে জয়যুক্ত করেছেন তাদেনরকে ধন্যবাদ জানাই আর যারা নির্বাচনে আমার কর্মীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন তারা ভালো হয়ে যান এটাই কামনা করি।

ত্রিশালে তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি ...