সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

ত্রিশালের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান কে সাখুয়ায় নাগরিক সংবর্ধনা

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ কে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (২১শে জানুয়ারি) বিকেলে আখরাইল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা দেয়া হয়‌।
রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শিক্ষার্থী সহ হাজারো কর্মী-সমর্থক ফুল ছিটিয়ে, গলায় মালা পরিয়ে তাকে বরণ করে নেন। 

অনুষ্ঠানে সাখুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক আব্দুল মতিন বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, ত্রিশাল পৌরসভার তিনবারের সাবেক সফল মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
স্বাগত বক্তা ছিলেন, সাখুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির সরকার।

ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুছ ছাত্তার ফকির এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইব্রাহিম খলিল নয়ন, উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার, উপজেলা কৃষকলীগের সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক রমজান আলী,    সাখুয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক তালুকদার, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সভাপতি সোয়েল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহজাহান কবীর, উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা তরিকুল ইসলাম আমির, নজরুল বিশ্ব বিদ্যালয়ের সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা ও কর্মকর্তা পরিষদের কোষাধ্যক্ষ এইচ এম এরশাদ প্রমূখ।

এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সুধিসমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সর্বস্তরের জনগণ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ত্রিশালে তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি ...