রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

ত্রিশাল ইউনিয়ন পরিষদে টিসিবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ৬নং ত্রিশাল ইউনিয়ন পরিষদে স্বল্প আয়ের মানুষের মাঝে ন্যায্য মূল্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিতরণ শুরু হয়েছে।টিসিবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসাইন ও তার সহযোগীদের বিরুদ্ধে।
১৪ই জানুয়ারি (রবিবার) সকাল থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে টিসিবি কার্ড বিতরণ শুরু হয়।
উপকারভোগীদের অভিযোগ কার্ড প্রতি ১হজার টাকা নেওয়া হয়েছে।যারা টাকা দিতে পারেনি তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।অপরদিকে যাদের তালিকায় নাম রয়েছে তাদের কাছ থেকে পূণরায় কার্ড প্রতি ৫০টাকা করে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপকারভোগীরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে, ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসাইন বলেন,আমরা কারো কাছ থেকে কার্ডের জন্য টাকা নেয়নি।এটি রাজনৈতিক প্রতিহিংসার কারনে মিথ্যা অভিযোগ দিচ্ছে।

শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

ত্রিশালের নতুন এমপি কে গণ সংর্বধনা দিলেন ধানীখোলা,বৈলর ও কাঁঠাল ইউনিয়ন

ফকরুদ্দীন  আহমেদ, নিজস্ব প্রতিবেদকঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫২ ময়মনসিংহ ৭ ত্রিশাল থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছকে ত্রিশাল পৌরসভা জনগণ গণ সংর্বধনা দেওয়ার পর শনিবার দিনব্যাপী গণসংর্বধনার আয়োজন করেন ১নং ধানীখোলা ইউনিয়ন, ২নং বৈলর ইউনিয়ন ও ৩নং কাঁঠাল ইউনিয়ন। এতে  স্ব-স্ব ইউপি চেয়ারম্যানগন সভাপতিত্ব করেন। বক্তব্য রেখেছেন, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা কৃষকলীগ, যুবলীগ, জাতীয়  শ্রমিকলীগ,যুব মহিলালীগ সাবেক ছাত্রলীগসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ। সংর্বধনা অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য বলেন, আমি এলাকার উন্নয়ন করার জন্য এমপি হয়েছি কারো কোন প্রয়োজনে কোন মাধ্যম ছাড়াই আমার কাছে চলে আসবেন কাজ করে দিবো। তিনি আরো বলেন , ত্রিশালকে স্মাট ত্রিশাল করতে হলে সবাইকে স্মাট হতে হবে এর জন্য প্রথম প্রয়োজন আমাদের যুব সমাজকে নেশা মুক্ত করতে হবে তাই আগামী ১ মাসের মধ্য প্রশাসনকে অবগত করছি যাতে ত্রিশালের কোন মাদকের আস্থানা না থাকে।তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন করতে প্রয়োজনে দেশের বাহির থেকে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করবো, ধর্মীয় প্রতিষ্ঠান গুলো আগামী ৫ বছরের মধ্য উন্নয়ন করে শেষ করবো। ৩ বছরের মধ্য যেন ত্রিশালের সকল এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হয় সে বিষয়ে সর্বোচ্চ শ্রম দিয়ে যাবো। যারা আমাকে জয়যুক্ত করেছেন তাদেনরকে ধন্যবাদ জানাই আর যারা নির্বাচনে আমার কর্মীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন তারা ভালো হয়ে যান এটাই কামনা করি।

মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

ময়মনসিংহ -৭ ত্রিশাল স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন

স্টাফ রিপোর্টার
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনে ট্রাক প্রতীকের  স্বতন্ত্র  প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সদস্য সাবেক মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামানকে বড় ধরনের জয়ী করতে উপজেলা আওয়ামী লীগের বিশাল একটি অংশসহ সকল সহযোগী ও অঙ্গ সংগঠন মাঠে নেমেছেন। 
খবর নিয়ে জানাযায়, ত্রিশাল আসনটিতে বারটি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ৪ লাখের মতো নারী-পুরুষ ভোটা রয়েছেন। সকল ইউনিয়ন ও পৌরসভায়  স্বতন্ত্র প্রার্থী ট্রাকের গণজোয়ার দেখে বুঝা যায় ত্রিশাল আসনটিতে ট্রাক প্রতীকের প্রার্থী বিশাল বড় জয়ের সম্ভাবনা রয়েছে।  এখানে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক সহ উপজেলা মহিলা আওয়ামী লীগ, উপজেলা কৃষক লীগ, উপজেলা যুবলীগ,জাতীয় শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবকলীগ, মৎস্যজীবীলীগ, যুব মহিলা লীগ, সাবেক ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু শিশু একাডেমি ও ত্যাগী আওয়ামীলীগের নেতাকর্মীরা।  ত্রিশালের পৌরসভা সহ কয়েকটি ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় এ সকল নেতাকর্মীদের দেখা যায়। সাধারণ ভোটারের কাছে জানতে চাওয়া হলে তারা ভোটারের চিত্র তুলে ধরে বলেন, যদি নির্বাচন সুস্থ হয় তাহলে ত্রিশালের ইতিহাসে এটাই হবে ত্রিশালের জন্য ঐতিহাসিক জয়। পরে ট্রাক প্রতীকের স্বতন্ত্র এমপি  প্রার্থী আলহাজ্ব এবিএম আনিছুজ্জামানের সাথে কথা বললে তিনি জানান, স্বতন্ত্র প্রার্থীতা বিষয়ে দল উন্মুক্ত ঘোষণা করে দেওয়া   জনগনের জুড়ালো আবেদনে পৌরসভার মেয়র থেকে পদত্যাগ করে স্বতন্ত্র  এমপি প্রার্থী হয়েছি। আমার আসনটিতে স্বতন্ত্রের পক্ষে পাহাড় সমতুল্য জনজোয়ার সৃষ্টি হয়েছে। প্রতিটা ভোটার সরকারের কাছে আবেদন জানাচ্ছে যে, নির্বাচনে কোন প্রকার বাঁধা বিঘ্ন কেহ না দেয়, সবাই যেন বিনাবাঁধায় ভোট দিতে পারে।

সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

ত্রিশালে নবধারা মডেল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাগুর জোড়ায় নবধারা মডেল স্কুলের  উদ্যোগে রোববার সকালে বাংলাদেশ কিন্ডার গার্ডেন ডেভলপার অ্যাসোসিয়েশন"এর বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবধারা মডেল স্কুলের প্রধান শিক্ষক সামছুল হক মোমেনী। এসময় উপস্থিত ছিলেন আবির পোল্টি হ্যাচারী এন্ড প্রসেস লিমিটেড এর সিনিয়র একাউন্টস অফিসার, শাহীন আলম ডিপিটি ম্যানেজার,ইউপি সদস্য সুলতান সাদেক প্রমুখ।

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

ত্রিশাল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাশিদুর হাসান বিপ্লব

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার সদ্য সাবেক মেয়র জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করার জন্য পদত্যাগ করায় ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব বুঝে নিলেন প্যানেল মেয়র ১-রাশিদুল হাসান বিপ্লব। 
৩০ নভেম্বর বিকেলে সদ্য সাবেক মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছকে পৌরসভার পক্ষ থেকে বিদায়ী সংবোর্ধনা  দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্যানেল মেয়র -১ রাশিদুল হাসান বিপ্লব। পৌরসভার হিসার রক্ষণ কর্মকর্তা কফিল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলবৃন্দ প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী প্রকৌশলী অতিরিক্ত দাঃ মোঃ আনিছুর রহমান খোকাসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী আবেগাপ্লুত কন্ঠে বক্তব্যের মধ্যদিয়ে তাদের প্রিয় মেয়রকে সংর্বোধনা হিসেবে পৌরসভার পক্ষ থেকে ক্যাস্ট তুলে দেন। পরে সাবেক মেয়র আনিছুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে দীর্ঘ সাড়ে ১২ বছরের স্মৃতি তুলে ধরে সবাইকে সততার সাথে কাজ করার পরামর্শ দেন যে গত ২৮ তারিখ পদত্যাগ করার পর দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বাধ্যবাধকতা হিসেবে প্যানেল মেয়র -১এর কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।

শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

আইজিপি ঘোষিত পুরস্কার পেলেন ত্রিশাল থানার এসআই (নিঃ) আমিনুল হক

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহ রেঞ্জের জেলার ত্রিশাল উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও আসামী গ্রেফতারে সাহসিক ভুমিকা রাখায় বাংলাদেশ পুলিশের আইজিপি ঘোষিত ভালো কাজের জন্য "বিশেষ পুরস্কার" পেলেন ত্রিশাল থানার চৌকস অফিসার এস আই (নিঃ) মোহাম্মদ আমিনুল হক।
(২২ নভেম্বর ২৩) ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূইয়া এই পুরস্কার তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন , জেলা পুলিশ সুপার কার্যালয়ের সিনিয়র সকল কর্মকর্তা সহ সহকারী পুলিশ সুপার ত্রিশাল সার্কেল অরিত সরকার ও ত্রিশাল থানা অফিসার ইনচার্জ  মোঃ মাইন উদ্দিন।
এসআই (নিঃ) মোহাম্মদ আমিনুল হক পুলিশ বাহিনীতে যোগদানের পর তাঁর মেধা  ও   বুদ্ধিমত্তা দিয়ে অইনশূঙ্খলার কাজে একের পর এক রেকর্ড সৃষ্টি করে যাচ্ছেন যা বাংলাদেশ পুলিশের সুনাম সৃষ্টি হচ্ছে। তাঁর চোখ থেকে অপরাধীরা ফাঁকি দিতে যেমন অক্ষম তেমনি অপরাধীদের আতঙ্কের আরেক নাম পুলিশের এসআই আমিনুল হক।
এসআই মোহাম্মদ আমিনুল হক ১৯৮৯ সালে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার দাপুনিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম মোঃ নূরুল ইসলাম। মাতা পিতার ৪র্থ সন্তান তিনি।  তাঁর শিক্ষা জীবন গাজীপুর ক্যান্টেনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও এইচএসসি  ,গুরুদয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিবিএফ, এমবিএফ  পাশ করার পর  জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ করে ২০১৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন মেধাবী মোহাম্মদ  আমিনুল হক। প্রশিক্ষণ শেষে জামালপুর প্রথম যোগদান তার। পুলিশের চাকুরীতে যোগদানের শুরু থেকেই অপরাধীদের দূর্গ ভাঙ্গার অভিযান একের পর এক সফলতা আসতে থাকে তাঁর।  মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতির মত অপরাধ নির্মূল করতে এসআই আমিনুল হক ব্যাপক সফলতার স্বাক্ষর রাখেন। এরপর ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানায় তিনি সাহসিকতার পরিচয় দেন। ভালুকায় কর্মরত থেকে এসআই আমিনুল হক গুরুত্বপূর্ণ  মামলা গুলো তিনি দক্ষতার সাথে পর্যবেক্ষণ করেন এবং অপরাধীদের উপর চিতার মত থাবা দিয়ে গ্রেফতার করেন। এস আই আমিনুল হক ভালুকা থেকে ত্রিশাল থানায় যোগদান করেন ত্রিশালে শুরুটা ছিল একদম সাদা-সিধে সাধারণ মানুষের মত তার চাল চলন। দিন যতই যেতে থাকে এস আই মোহাম্মদ  আমিনুল হক ত্রিশালে অপরাধীদের জন্য হয়ে উঠে বিপদ সিমার লাল সংকেত অপরাধী যে ই ছিল কোন আপোষ করেননি তিনি। একের পর এক নানা অপরাধীদের গ্রেফতার করে সুনামের অর্জন গুলো নিজের করে নিয়েছেন। প্রাইভেটকারের মাধ্যমে গরু চুরি তার চোখ ফাঁকি দিতে পারে নাই চোর চক্রকে সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হন এস আই আমিনুল হক। এরপর এস আই আমিনুল হক বদলী হয়ে ঢাকার মিরপুর মডেল থানায় যোগদান করেন সেখানেও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক অবদান রেখেছেন এরপর বদলী হয়ে আবারো ত্রিশাল থানায় যোগদান করেন । এস আই আমিনুল হক ত্রিশাল থানায় যোগদানের পর পরই অপরাধী চক্রের মাঝে লাল সংকেত দেখা দিয়েছে ইতি মধ্যেই বাংলাদেশ পুলিশের আই জি পি ঘোষিত সাহসিক কাজের জন্য এস আই আমিনুল হক পুরস্কারে ভুষিত হলেন।

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা নাফিসের বাবার মৃত্যুতে সম্মেলন প্রস্তুতি কমিটির শোক

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা নাফিস মাহবুবের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় পার্টি কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বুদবার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্মেলন প্রস্তুতি কমিটির মুখপাত্র কাজী মামুনুর রশীদ, যুগ্ন আহ্বায়ক দয়াল কুমার বড়ুয়া,এডভোকেট এম এ সালেহ চৌধুরী, মো: জাফর ইকবাল নিরব, পীরজাদা সৈয়দ জুবায়ের আহমেদ, মেজর শিবলী সাদিক, এডভোকেট কবির আহমদ, জামাল মিয়া সংগঠনের পক্ষে এ শোকবাণী জানান।

বিজ্ঞপ্তিতে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে দশটায় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার উজান দাসপাড়া, কাটাখালি গ্রামের উদিমান তরুন রাজনিতিবিদ নাফিস মাহবুবের পিতা মো. কছিম উদ্দিন ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

বুদবার দুপুরে (বাদ জোহর) নামাজে জানাজা শেষে পরিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

ত্রিশালে তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি ...