স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার সদ্য সাবেক মেয়র জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করার জন্য পদত্যাগ করায় ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব বুঝে নিলেন প্যানেল মেয়র ১-রাশিদুল হাসান বিপ্লব।
৩০ নভেম্বর বিকেলে সদ্য সাবেক মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছকে পৌরসভার পক্ষ থেকে বিদায়ী সংবোর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্যানেল মেয়র -১ রাশিদুল হাসান বিপ্লব। পৌরসভার হিসার রক্ষণ কর্মকর্তা কফিল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভার কাউন্সিলবৃন্দ প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী প্রকৌশলী অতিরিক্ত দাঃ মোঃ আনিছুর রহমান খোকাসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী আবেগাপ্লুত কন্ঠে বক্তব্যের মধ্যদিয়ে তাদের প্রিয় মেয়রকে সংর্বোধনা হিসেবে পৌরসভার পক্ষ থেকে ক্যাস্ট তুলে দেন। পরে সাবেক মেয়র আনিছুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে দীর্ঘ সাড়ে ১২ বছরের স্মৃতি তুলে ধরে সবাইকে সততার সাথে কাজ করার পরামর্শ দেন যে গত ২৮ তারিখ পদত্যাগ করার পর দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বাধ্যবাধকতা হিসেবে প্যানেল মেয়র -১এর কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন