সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
ভালুকায় পৈত্রিক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ, পনের বছর পর উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ভালুকায় সদ্য সাবেক জেলা পরিষদ সদস্যের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন দখল করে রাখা প্রায় ২০ বিঘা জমি সরকার পতনের পর উদ্ধার করেছে একটি পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার হবিরবাড়ী এলাকায়।
দলীয় প্রভাব খাটিয়ে জেলা পরিষদের সদস্য মোস্তফা কামাল জসিম উদ্দিন গংদের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন দখলে রাখার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। ওই পরিবারটি জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই জমি পূণরায় দখলে নিয়েছেন তারা।
জানা যায়, জামিরদিয়া মৌজা সিএস খতিয়ান নং ১১৮, আর ও আর খতিয়ান নং ২৩০ এর ২০৭ নং দাগে ৯.৯২ একর, ১০৬ নং দাগে ০.৯২ একর ২০৮ নং দাগে ০.১৭ একর, ২০৯ নং দাগে ০.৪৩ একর, ২১০ নং দাগে ০.৩৩ সর্বমোট ১১.৭৭ একর। ৫ আগষ্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরে রফিক ও জসিম উদ্দিন গং তাদের পৈত্রিক সম্পত্তি দাবী করে বিশ বিঘা জমি দখলে নেয়।
মোঃ রফিক মিয়া বলেন, উক্ত জমি হিসাবদি শেখের ৩০/০৮/১৯৩২ সনে নিলাম হয়। পরে হিসাবদি শেখের ২য় পুত্র জুবেদ আলী ও তার পুত্র আফাজ উদ্দিন (রফিকের নানা) ২৪/৬/১৯৩৫ সনে জমিদারের কাছ থেকে সম্পাদিত ও রেজিষ্ট্রিকৃত ৭৪৭ নং বর্গা কবুলিয়ত গ্রহন করে। পরে বর্গা কবুলিয়ত ও পাট্টামুলে খাজনা পরিশোধ করে ৫.৭৪ একর ও পিতা, মাতা ও অন্যত্র থেকে ক্রয় করে মোট ৭.৯১ একর ভূমি মালিক হয় পরে আফাজ উদ্দিন ০.৭৪ একর ভূমি অন্যত্র বিক্রি করে বাকি ৭.১৭ ভূমি ওয়ারিশদের জন্য রেখে মৃত্যু বরণ করে। আফাজ উদ্দিন এর ওয়ারিশিয়ান গণ আয়েশা, জহুরা, খুদেজা, হামিজুদ্দিন, শামসুদ্দিন ও ওয়ায়েজ উদ্দিন এর নাতি পুতিদের দখলে আছে বর্তমান জমিটি।এই দাগের মধ্যে ১.৬২ একর ভূমি মালিক মোস্তফা কামাল এর পিতা। কিন্তু প্রভাব খাটিয়ে আফাজ উদ্দিন গংদের প্রায় ৩২ বিঘা জমি আওয়ামী লীগ এর ক্ষমতা দেখিয়ে জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তফা কামাল গং বেআইনি ভাবে জবরদখল করে রাখে। এল স্কয়ার কোম্পানি ও মোস্তফা কামাল গং আওয়ামী লীগ সমর্থক ভূমিদস্যু। তারা বিভিন্ন দফতরে ঘোরাফেরা ও পায়তারা করতেছে পূণরায় জমি আত্মসাত ও দখল করার জন্য। আমাদেরকে ভয়ভীতি ও খুন জখমের হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তাহিনতায় ভোগতেছি যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও ময়মনসিংহ বিভাগীয় উর্ধতন আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি ও সু-বিচার দাবী করছি।
অপরদিকে ওই জমির ক্রয়সূত্রে মালিকানা দাবি করে প্রশাসনের কাছে আইনি সহায়তা চেয়েছেন জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য মোস্তফা কামাল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আলীনূর খান জানান, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়ায় সাবেক জেলা পরিষদের সদস্য মোস্তফা কামাল গং ও রফিক গংদের পৃথক বিষয়টি নিয়ে সকল কাগজপত্র দেখে শুনানি করে এ সিদ্ধান্ত নেয়া হবে।
অভিযোগের বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ জানান, বিষয়টি নিয়ে পুলিশ, সেনা বাহিনী ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন দুই পক্ষই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা সেভাবেই পরবর্তী পদক্ষেপ নিবো।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
ত্রিশালে তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি ...
-
মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ...
-
ময়মনসিংহ ডিবি পুলিশ ও কোতোয়ালি মডেল থানার যৌথ অভিযানে চাঞ্চল্যকর ৪ খন্ড লাশের রহস্য উন্মোচন, হত্যাকারী গ্রেফতার ও আলামত উদ্ধার ঃ পুলিশ...
-
মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ত্রিশালে একটি পিকআপ ভ্যান ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। সোমবার র...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন