শুক্রবার, ২৮ জুন, ২০২৪

ত্রিশালে এমপি'র সাথে বঙ্গবন্ধু সৈনিকলীগের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ


মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু সৈনিকলীগ ত্রিশাল উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

শুক্রবার (২৮জুন) সন্ধ্যায় সংসদ সদস্যের নিজস্ব কার্যালয়ে উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের নবগঠিত কমিটির আহ্বায়ক সুমন শেখ, যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম ও ইকবাল হোসেনসহ সকল সদস্যবৃন্দ এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন এবং সবাই মিষ্টিমুখ করান।

সৌজন্য সাক্ষাতকালে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে এমপি এবিএম আনিছুজ্জামান বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সবাইকে কার্যকরী রাখতে হবে।জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান ইব্রাহিম খলিল নয়ন,মহিলা ভাইস-চেয়ারম্যান শিরিন ইসলাম চায়না,উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, পৌর মৎস্যজীবী লীগের আহ্বায়ক সোহাগ উদ্দিন আকন্দ প্রমুখ।

এর পূর্বে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ দরিরামপুর বাসস্ট্যান্ড থেকে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করে।আনন্দ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামানের নিজস্ব কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ত্রিশালে তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি ...