শুক্রবার, ১ মার্চ, ২০২৪

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির মিটিং শেষে হাসপাতাল পরিদর্শন করেছেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান আনিছ (এমপি)। 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময় এমপি পুরো হাসপাতাল ঘুরে দেখেন। হাসপাতালে সেবা নিতে আসা বিভিন্ন রোগীদের সঙ্গে কথা বলেন। প্রতিটি ওয়ার্ডে ভর্তি থাকা বিভিন্ন রোগীদের কাছে হাসপাতালের প্রদান করা সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। 

এ সময় হাসপাতালের সকল সমস্যা দ্রুত সমাধান করে হাসপাতাল থেকে জটিল রোগসহ যাবতীয় রোগের চিকিৎসা সেবা প্রতিটি মানুষের দ্বোরগড়ায় সহজেই পৌঁছে দিয়ে প্রধানমন্ত্রীর অঙ্গিকারকে শতভাগ বাস্তবায়ন করতে তার সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

পদির্শনকালে উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা পনর্বাসন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, ডাক্তার আব্দুল্লাহ সবুজ, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফকরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সম্মানিত সদস্য তাসলিমা রত্না, সাংগঠনিক সম্পাদক মোমিন তালুকদার, সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, কর্মকর্তা কর্মচারী ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ত্রিশালে তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি ...