নিজস্ব প্রতিবেদকঃময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া দক্ষিণ ভাটিপাড়া এলাকার মৃত রমজান আলী শেখের স্ত্রী আনোয়ারা খাতুন (৫৫) প্রতিবন্ধী , মেয়ে ওয়াহিদা খাতুন (২০) শিকলবন্ধী, মেয়ে ফরিদা খাতুন (২২) প্রতিবন্ধী। অসহায় এই তিন নারীকে নিয়ে এস.এফ টেলিভিশন এর ম্যানেজিং ডাইরেক্টর মানবিক সাংবাদিক রাকিবুল হাসান ফরহাদ তার নিজস্ব ফেইসবুক আইডি ও এস.এফ টেলিভিশনের পেইজে ভিডিও প্রকাশ করিলে মূহুর্তেই সোসাল মিডিয়ায় ভাইরাল হলে নিউজটি ময়মনসিংহের মানবিক পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা'র দৃষ্টিগোচর হলে পুলিশ সুপারের পক্ষথেকে উপহার সামগ্রী ও নগদ অর্থ নিয়ে শিকলবন্ধী ওয়াহিদাদের বাড়িতে যান ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাঈদ, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান সাদেক, এস.এফ টেলিভিশনের ম্যানেজিং ডাইরেক্টর সাংবাদিক রাকিবুল হাসান ফরহাদ সহ স্থানীয় গণ্যমান্যব্যাক্তিবর্গ।
শিকলবন্ধী ওয়াহিদা, তার প্রতিবন্ধী মা ও বোন এর ঈদের পর উন্নত চিকিৎসা করা হবে। চিকিৎসা ও সকল ধরনের সহযোগিতার আস্বস্ত করেন মানবিক ওসি মোহাম্মদ মাইন উদ্দিন।
মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্য। এই অসহায় পরিবার পাচ্ছে না সরকারি, বেসরকারি বা কোন সংস্থার পক্ষথেকে কোন সুযোগ সুবিধা সহযোগীতা। তাদের নামে নেই কোন প্রতিবন্ধী ভাতার কার্ড। মা ও দুই বোনকে নিয়ে প্রতিবন্ধী কার্ডের জন্য চেয়ারম্যান মেম্বারদের ধারে ধারে ঘুরা হয়েছে বহুদিন। কিন্তু কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়েও কেউ করে দেয়নি কোন প্রকার একটি ভাতার কার্ড।
এই পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলে মোঃ নিজামুল ইসলাম (২৬) সে অটোরিক্সা চালক, সে যে টাকা উপার্জন করে পুরো টাকাই চলে যায় এ তিনজনের ওষুধ কেনার পেঁছনে। ছেলে নিজামুল ইসলাম বলেন, আমার মা ও এক বোন প্রতিবন্ধী আরেক বোন মানসিক ভারসাম্যহীন শিকলবন্ধী। আমার অল্প ইংকাম, সংসারের তিনবেলা খাবার জোটাতেই হিমসিম খাই সব-সময়। মা ও দুই বোনের ওষুধ কেনার টাকা মিলাতেই পারিনা, আমি সরকার ও সকলের কাছে সহযোগীতা চাই সবাই আমার পরিবারের পাঁশে যে যা পারেন একটু সহযোগীতার হাত বাড়িয়ে দেন।
এস.এফ টেলিভিশন এর ম্যানেজিং ডাইরেক্টর সাংবাদিক রাকিবুল হাসান ফরহাদ বলেন- আশা করি সকলেই সবার সাধ্যমত এগিয়ে আসবেন এই অসহায় পরিবারের পাশে। এ হতদরিদ্র পরিবারটির পাশে এগিয়ে আসতে প্রশাসন সহ সমাজের বিত্তবানদের সু-দৃষ্টি কামনা করছি। বিকাস পার্সোনাল-০১৩০৫-০৯৮১৯৭