শুক্রবার, ৩০ জুন, ২০২৩

দারুচিনির বহুগুণ যা আমাদের অজানা

নিজস্ব প্রতিবেদকঃ

হাজার মশালার মধ্যে দারচিনি খুবই পরিচিত এবংঅধিক ব্যবহৃত একটি সুস্বাদু সুগন্ধি যুক্ত মশালা। আমরা নানা প্রকার দামী ও সুস্বাদু  খাবার তৈরিতে এটি ব্যবহার করে থাকি। কিন্তু এর গুন গুলো আমাদের অজানা।

এমন লোক আছেন কি যারা দারুচিনি গন্ধ পছন্দ করেন না ? দারুচিনির পাতা  সুস্বাদু রুটি এবং কেক তৈরিতে ব্যবহার হয়।উপরন্তু, দারচিনি রক্তে শর্করার মাত্রা এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। এর ফলে লিঙ্গের রক্তনালীগুলো সুস্থ থাকে। এই উভয় উপাদান ইরেকশন এবং যৌন কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে, গবেষণায় বলা হয়েছে।  নতুন গবেষণা বলা হয় যে দারুচিনির স্বাদ এবং গন্ধ পুরুষের যৌনাঙ্গের কার্যকারিতায় সাহায্য করে। এই সুগন্ধির গন্ধ লিঙ্গের রক্ত প্রবাহ ২০ শতাংশ বৃদ্ধি করে। গন্ধ মানুষের মেজাজের পরিবর্তন এবং এই রক্ত প্রবাহের জন্য দায়ী।

দারচিনিকে খাদ্য এবং সুগন্ধি হিসেবে ব্যবহার করা পুরুষদের বয়সের সাথে অনেক যৌন সমস্যার একটি সমাধান। বিশেষজ্ঞরা বলছেন, যাঁরা ডেটে যান, তাঁরা দারচিনির স্বাদের সঙ্গে দারচিনির মোমবাতি ব্যবহার করতে পারেন।  গবেষকরা বলছেন যে দারচিনি ভবিষ্যতে দরিদ্রদের ভায়াগ্রা নামে পরিচিত হতে পারে।

ত্রিশালে এক অসহায় পরিবারের পাশে জেলা পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া দক্ষিণ ভাটিপাড়া এলাকার মৃত রমজান আলী শেখের স্ত্রী আনোয়ারা খাতুন (৫৫) প্রতিবন্ধী , মেয়ে ওয়াহিদা খাতুন (২০) শিকলবন্ধী, মেয়ে ফরিদা খাতুন (২২) প্রতিবন্ধী। অসহায় এই তিন নারীকে নিয়ে এস.এফ টেলিভিশন এর ম্যানেজিং ডাইরেক্টর মানবিক সাংবাদিক রাকিবুল হাসান ফরহাদ তার নিজস্ব ফেইসবুক আইডি ও এস.এফ টেলিভিশনের  পেইজে ভিডিও প্রকাশ করিলে মূহুর্তেই সোসাল মিডিয়ায় ভাইরাল হলে নিউজটি ময়মনসিংহের মানবিক পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা'র দৃষ্টিগোচর হলে পুলিশ সুপারের পক্ষথেকে  উপহার সামগ্রী ও নগদ অর্থ নিয়ে  শিকলবন্ধী ওয়াহিদাদের বাড়িতে যান ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাঈদ, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান সাদেক, এস.এফ টেলিভিশনের ম্যানেজিং ডাইরেক্টর সাংবাদিক রাকিবুল হাসান ফরহাদ  সহ স্থানীয় গণ্যমান্যব্যাক্তিবর্গ।

শিকলবন্ধী ওয়াহিদা, তার প্রতিবন্ধী  মা ও বোন এর ঈদের পর উন্নত চিকিৎসা করা হবে। চিকিৎসা ও সকল ধরনের সহযোগিতার আস্বস্ত করেন মানবিক ওসি মোহাম্মদ মাইন উদ্দিন।

মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্য।  এই অসহায় পরিবার পাচ্ছে না সরকারি, বেসরকারি বা কোন সংস্থার পক্ষথেকে কোন সুযোগ সুবিধা সহযোগীতা। তাদের নামে নেই কোন প্রতিবন্ধী ভাতার কার্ড। মা ও দুই বোনকে নিয়ে প্রতিবন্ধী কার্ডের জন্য চেয়ারম্যান মেম্বারদের ধারে ধারে ঘুরা হয়েছে বহুদিন। কিন্তু কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়েও কেউ করে দেয়নি কোন প্রকার একটি ভাতার কার্ড।

এই পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলে মোঃ নিজামুল ইসলাম (২৬) সে অটোরিক্সা চালক, সে যে টাকা উপার্জন করে পুরো টাকাই চলে যায় এ তিনজনের ওষুধ কেনার পেঁছনে। ছেলে নিজামুল ইসলাম বলেন, আমার মা ও এক বোন প্রতিবন্ধী আরেক বোন মানসিক ভারসাম্যহীন শিকলবন্ধী। আমার অল্প ইংকাম, সংসারের তিনবেলা খাবার জোটাতেই হিমসিম খাই সব-সময়।  মা ও দুই বোনের ওষুধ কেনার টাকা মিলাতেই পারিনা, আমি সরকার ও সকলের কাছে সহযোগীতা চাই সবাই আমার পরিবারের পাঁশে যে যা পারেন একটু সহযোগীতার হাত বাড়িয়ে দেন।

এস.এফ টেলিভিশন এর ম্যানেজিং ডাইরেক্টর সাংবাদিক রাকিবুল হাসান ফরহাদ বলেন- আশা করি সকলেই সবার সাধ্যমত এগিয়ে আসবেন এই অসহায় পরিবারের পাশে। এ হতদরিদ্র পরিবারটির পাশে এগিয়ে আসতে প্রশাসন সহ সমাজের বিত্তবানদের সু-দৃষ্টি কামনা করছি। বিকাস পার্সোনাল-০১৩০৫-০৯৮১৯৭

ত্রিশালের সাখুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার

নিজস্ব প্রতিবেদকঃ

নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে (০৭ জুন) সাখুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন ত্রিশালের উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।  তিনি সাখুয়া ইউনিয়ন পরিষদ সহ  সরকারি প্রাথমিক বিদ্যালয়,স্বাস্থ্য কমপ্লেক্স ও সাখুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাখুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নোমান মোঃ আব্দুল আজিজ, সাখুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম, সহকারী প্রধান শিক্ষক আনোয়ার সাদাত, ইউপি সদস্য আনোয়ার সাদত মিণ্টু।

ত্রিশালে তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি ...