রবিবার, ২৩ জুলাই, ২০২৩

ত্রিশালে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের উদ্যোগে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি পালনে আলোচনা সভা রেলি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) ত্রিশাল হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এএনএম শোভা মিয়া আকন্দ,  উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ সহ বিভাগীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীরমুক্তিযোদ্ধা ও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার ব্যক্তিবর্গ।

মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

হারিয়ে যাওয়া অসুস্থ বৃদ্ধকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন ত্রিশাল থানার ওসি

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ
হারিয়ে যাওয়া অসুস্থ বৃদ্ধকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন ত্রিশাল থানা পুলিশ

হারিয়ে যাওয়া অসুস্থ্য এক বৃদ্ধকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাঈন উদ্দিন। সোমবারে ওই বৃদ্ধের স্বজনদের কাছে তুলে দেন ওসি।

সোমবার (০৩ জুলাই) ত্রিশাল পৌরসভার ৯ নং ওয়ার্ড এলাকায় ঐ অসুস্থ্য ঐ বৃদ্ধকে ঘোরাফেরা করতে দেখাগেলে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঐ ৮০ বছরের বৃদ্ধকে থানায় নিয়ে আসে।

পরে Trishal Thana নামের ফেইসবুক আইডিতে প্রচার করলে মূহুর্তেই তা ছড়িয়ে পড়ে। ওসি মাঈন উদ্দিন ব্যাক্তিগত ভাবে বিভিন্ন জায়গায় যোগাযোগও করেন পরে বৃদ্ধের পরিবারের সন্ধান মেলে,  হারিয়ে যাওয়া ৮০ বছরের বৃদ্ধকে তার পরিবারের লোকজনদের কাছে ফিরিয়ে দেয়া হয়। তিনি সিবিএমসি থেকে হাটতে হাটতে চলে এসেছিলেন ত্রিশাল পৌরসভার ৯নং ওয়ার্ডে। তার বাড়ী গফরগাঁও থানা এলাকায়।

বৃদ্ধকে পরিবারের বিছে হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন, ত্রিশাল থানার এসআই মঞ্জুরুল হক ও মোঃ আনিস।

ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন বলেন,
পথহারা ওই অসুস্থ্য  বৃদ্ধকে তার স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পেরেছি। পুলিশের পক্ষ থেকে এই ধরনের মানবিক কাজ অব্যাহত রয়েছে। সকল নাগরিকের সহযোগীতায় সর্বদা প্রস্তুত রয়েছে পুলিশ।

ত্রিশালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা পদক দিলেন মেয়র আনিছ

নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ত্রিশাল থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যলয়ে অধ্যায়নরত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও সম্মাননা পদক দিলেন, ত্রিশালের শীর্ষ জনপ্রিয় নেতা পৌরসভার জননন্দিত মেয়র ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৭ ত্রিশাল আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।

সোমবার সকালে পৌরসভা হলরুমে এই  আয়োজন করা হয়। 
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় নজরুল বিশ্ববিদ্যালয়,  মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে মেয়র আনিছ বলেন ,  তোমরাই আমাদের আহংকার আগামী দিন গুলোতে  তাকিয়ে আছি আমরা তোমাদের সফলতার দিকে। তোমাদের সফলতা আগামী প্রজন্ম সুফল পাবে। তোমরা এগিয়ে যাও স্বপ্ন পূরণ করতে দেশের কাজে তোমাদের কাছে দায়িত্ব আসবে আগামী দিনে। ২০২৩ সালে তোমাদের সামনে দাঁড়িয়ে  আমি আনন্দিত ও গর্বিত।  আমি অতীতে তোমাদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো। প্রতি বছর তোমাদের নিয়ে একত্রিত হয়ে তোমাদের খোঁজ খবর নিবো তোমরাই ত্রিশালের অহংকার এবং আগামী দিনের ভবিষ্যৎ। পরে ছাত্র-ছাত্রীদের মাঝ থেকে মেয়র আনিছকে এমপি হিসেবে দেখতে চাই স্লোগানে স্লোগানে মুখরিত করে পৌরসভা হলরুম।

ত্রিশালে তামাক নিয়ন্ত্রণে নাটাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কর্তৃক আয়োজিত যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীতে তামাক বর্জন কর্মসূচি ...